কলকাতা ব্যুরো: দার্জিলিং পাহাড়ে ফের সাতদিনের জন্য লক ডাউনের মেয়াদ বাড়লো। জিটিএ জানিয়েছে, আগামী ৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো লক ডাউনের মেয়াদ।
গত কয়েকদিন ধরে এমনিতেই টানা বৃষ্টি চলছে পাহাড় জুড়ে। লকডাউনে সমস্ত দোকানপাট বন্ধ। একই ছবি দেখা গিয়েছে কালিংপঙ, কার্সিয়াং, মিরিকের মতো শহরেও। লক ডাউন চললেও সংক্রমণ থামছে না। পাহাড়ের দুই জেলায় এখন ৬৪৭ জন আক্রান্ত। মারা গিয়েছেন ২৩ জন। এই অবস্থায় গোটা পাহাড় জুড়ে কড়া লকডাউনে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিলো প্রশাসন।