কলকাতা ব্যুরো: নিম্নচাপের বৃষ্টিতে সমতলে এখনো পর্যন্ত তেমন প্রভাব না পড়লেও, দার্জিলিং পাহাড় কিন্তু নতুন সমস্যার মুখোমুখি হলো। গত তিনদিন ধরে টানা বৃষ্টিতে পাহাড়ের বহু এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছে। সাধারণভাবে ঝড় বৃষ্টি হলে পাহাড়ে ধস এতদিন ছিল স্বাভাবিক ঘটনা। কিন্তু জল দাঁড়িয়ে যাওয়ার মতো ঘটনা অতীতে পাহাড়ে ঘটেছে বলে মনে করতে পারছেন না এখানকার আদি বাসিন্দারাও। আর এই অভিজ্ঞতায় তারা আগামী দিনে বড় অঘটনের আশঙ্কা করছেন।

টানা বৃষ্টিতে রন্ধি থেকে তিস্তা বাজার পর্যন্ত রাস্তার উপর দিয়ে কোমর সমান জল বয়ে যাচ্ছে। ফলে ওই পথে দার্জিলিং যাওয়া এখন বন্ধ। পাশাপাশি কার্শিয়াং শহরের মধ্যে দিয়েও বইছে জল। শহরের বাইরে থেকে কার্শিয়াং বাজার পর্যন্ত দাঁড়িয়ে যাওয়া জলের উপর দিয়েই চলছে গাড়ি স্থানীয় বাসিন্দারাই যানজট ঠেকাতে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে রাস্তায় নেমে পড়েছেন ট্রাফিকের সামলানোর কাজে। রোহিনি এলাকাও ভাসছে জলে।

ঝড় বা প্রবল বৃষ্টি হলে এই অবস্থায় বহু এলাকায় ধস নেমে রাস্তা বন্ধ হয়। কিন্তু এভাবে পাহাড়ের উপরে জল দাঁড়িয়ে যাওয়ার জন্য বাসিন্দারা অভিযোগ তুলছেন অপরিকল্পিত নির্মাণের। কোন পরিকল্পনা ছাড়াই দেদার পাহাড়ের যেখানে সেখানে পাকা নির্মাণ করে ফেলার ফলেই জল নেমে যাওয়ার পথ গুলি প্রায় বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। যার ফলে পাহাড়ের ওপরেও এখন জল দাঁড়িয়ে যাচ্ছে।

আগামী দিনে এই ব্যাপারে কঠোর ভাবে পদক্ষেপ না করলে পাহাড় যে আরও বড় দুর্ঘটনার সামনাসামনি হবে, তা নিয়ে এখন থেকেই আশঙ্কায় পড়ে গিয়েছেন বাসিন্দারা। কেননা এর আগে কোন দিনই পাহাড়ে জল দাঁড়িয়ে যাওয়ার সমস্যা হয়নি। এই প্রথম পাহাড়ের বিভিন্ন রাস্তায় জল দাঁড়িয়ে যায় বন্ধ হয়ে যাওয়ায় প্রমাদ গুনছে তারা।

Share.
Leave A Reply

Exit mobile version