কলকাতা ব্যুরো: জলপাইগুড়িতে সামান্য রাশ দেখা গেলেও উত্তরবঙ্গের সাব-হিমালয়ান এলাকায় করোনা সংক্রমণ শুক্রবারেও বেলাগাম। কোচবিহারে আজ আক্রান্তের সংখ্যা ১৮৭। আলিপুরদুয়ারে নতুন করে ১৪২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। দার্জিলিং জেলায় সংখ্যাটা ১৩২। জলপাইগুড়িতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কিছুটা কমে হয়েছে ৬৫।
বাকি জেলাগুলিতে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও পরিস্থিতি স্থিতিশীল। মালদহে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৯ জন, উত্তর দিনাজপুরে ৫০ ও দক্ষিণ দিনাজপুরে ৭০। উত্তরবঙ্গে আজ একজনের মৃত্যু হয়েছে শিলিগুড়িতে।