এক নজরে

নতুন বছরের আগেই চালু হতে চলেছে দক্ষিণেশ্বর মেট্রো

By admin

November 23, 2020

কলকাতা ব্যুরো : (ফাইল ছবি) কালীপুজোর আগেই দক্ষিণেশ্বর মেট্রো চালু হবার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে দক্ষিণেশ্বর মেট্রোর কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবং নতুন বছরের আগেই তা হয়তো চালু হয়ে যাবে। বরাহনগর স্টেশন ইতিমধ্যেই সাজতে আরম্ভ করেছে। মেট্রো স্টেশনে বাঙালি সংস্কৃতির ছাপ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন মুরাল দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে স্টেশন চত্বর। সবুজের সমারোহ থাকবে বলেও জানা গিয়েছে। লাইন পাতার কাজ শেষ হয়েছে। সিগন্যাল ব্যবস্থা বসানো হয়ে গিয়েছে। ইউরোপ থেকে যে প্রযুক্তি এনে সিগনালিং চালু করার কথা ছিল তাও এসে গেছে।

বরাহনগর ও দক্ষিণেশ্বর স্টেশনের মাঝে লাইন বদল করে দমদম মেট্রো, তাই সেই জায়গার সিগন্যাল বারেবারে পরীক্ষা করে দেখা হচ্ছে। দমদম এবং দক্ষিণেশ্বরের মাঝে বরাহনগর স্টেশনের অবস্থান। বরাহনগর স্টেশনের সঙ্গে তাই মেট্রো স্টেশনের সংযোগ স্থাপন করার চেষ্টা চলছে। পরীক্ষা শুরু হয়েছে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। ট্রলিতে করে পরিদর্শন করছেন আধিকারিকরা। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন জোর কদমে চলছে বরাহনগর স্টেশন এলাকা সাজানোর কর্মসূচী।