কলকাতা ব্যুরো: রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ঝপ করে প্রায় সাড়ে সাতশো কমে গেল। দীপাবলির দিন আক্রান্তের সংখ্যা নথিভুক্ত হয়েছে ৩,০৫৩। আগেরদিন এই সংখ্যা ছিল ৩,৮২৩। কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেও বেশ খানিকটা কমেছে দৈনিক সংক্রমণ। এই দুই জেলায় প্রায় দু’মাস পর দৈনিক সংক্রমণ নামল ৮০০-র নীচে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭১৩ জন, উত্তর ২৪ পরগনায় ৭০১ জন। যদিও দৈনিক মৃতের পরিসংখ্যানে তেমন বদল নেই। কলকাতায় দীপাবলির দিন করোনা ভাইরাস কেড়ে নিয়েছে ১৮ জনের প্রাণ, উত্তর ২৪ পরগনায় ১১ জনের। অ্যাক্টিভ পজিটিভের সংখ্যাও নেমে গিয়েছে ৩০ হাজারের নীচে (২৯, ৩১৪)। গত ২৪ ঘণ্টায় করোনা টেস্টও অনেক কম হয়েছে। সংখ্যাটা ৪০ হাজারেরও কম (৩৮, ৬৫৮)। একারণেই দৈনিক সংক্রমণ কম হয়েছে কিনা, তার কোন ব্যাখ্যা বা বিশেষজ্ঞের মতামত মেলেনি। অন্যদিকে, সংক্রমণ কমলেও সংখ্যায় দৈনিক করোনামুক্ত তেমন বাড়েনি। গত ২৪ ঘণ্টায় ৪,৪৮০ জন সুস্থ হয়েছেন। আগেরদিন এই সংখ্যা ছিল ৪,৪৭৯। রবিবারের পরিসংখ্যানে সুস্থতার হার ৯১.৪৩। রাজ্যে এপর্যন্ত করোনামুক্তের মোট সংখ্যা ৩,৯৪,৫৭৬, মোট আক্রান্ত ৪,৩১,৫৫১। মৃতের মোট সংখ্যা ৭,৬৬১। দৈনিক মৃত্যু অবশ্য গত ২৪ ঘণ্টায় ৫০-এর ওপরেই আছে (৫১)।  কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে অন্য জেলায় মৃতের পরিসংখ্যান হল হাওড়ায় ৬, হুগলিতে ৪, দক্ষিণ ২৪ পরগনায় ৩, নদিয়ায় ৩, বীরভূমে ১ ও পূর্ব মেদিনীপুরে ১ জন। হাওড়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৮, সুস্থ ২৩৬, হুগলিতে এই দুই পরিসংখ্যান যথাক্রমে ২৪৩ ও ২৮৭, দক্ষিণ ২৪ পরগনায় ১৮৩ ও ২৯৯ এবং নদিয়ায় ১৫৪ ও ২৭০।

Share.
Leave A Reply

Exit mobile version