এক নজরে

১৬ ডিসেম্বরের মধ্যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ স্যাটের

By admin

September 23, 2020

কলকাতা ব্যুরো: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে মেটানোর নির্দেশ দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা স্যাট। বুধবার এই রায় বিচারপতি রঞ্জিত বাগের বেঞ্চ এই রায় দেয়। এর আগে গত বছর জুলাই মাসে একই নির্দেশ দিয়েছিল স্যাট। কিন্তু তারপরে কলকাতা হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। প্রায় এক বছর ধরে রাজ্য সরকার হাইকোর্টে একাধিক আবেদন করায়, সেই রায় কার্যকর হয়নি। এতদিনে হাইকোর্টের সেসব মামলার মিটে যাওয়ার পর আবার স্যাট জানিয়ে দিল, বকেয়া ডিএ কর্মীদের দিতেই হবে। আর এক্ষেত্রে ফের সময় বেঁধে দিল স্যাট।

সরকারি কর্মচারীদের তরফে কংগ্রেস সমর্থিত কর্মী ইউনিয়নের সম্পাদক মলয় মুখোপাধ্যায় কয়েক বছর আগেই বকেয়া ডিএ মেটানোর দাবিতে মামলা করেছিলেন স্যাট।অবসরপ্রাপ্ত বিচারপতি অমিত তালুকদারের স্যাটের বেঞ্চ সেই দাবি খারিজ করে দেয়। স্যাট এর বক্তব্য ছিল, ডি এ সরকারের দয়ার দান। সেই রায় চ্যালেঞ্জ করে সংগঠনটি হাইকোর্টে মামলা করে।

বিচারপতি দেবাশিস করগুপ্ত ডিভিশন বেঞ্চ দীর্ঘ শুনানির পর জানিয়ে দেয়, ডি এ কর্মীর অধিকার। সরকারের দান নয়। এর পরেই স্যাট বিচারপতি রঞ্জিত বাগের বেঞ্চে নতুন করে শুনানি করে বকেয়া ডিএ মিটানোর নির্দেশ দেয়।