কলকাতা ব্যুরো: রবিবার, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ল্যান্ডফল করার কথা সাইক্লোন গুলাব-এর। ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ সতর্কতা জারি করেছে আইএমডি। তবে এর ফলে প্রবল ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও। এমন পরিস্থিতিতে সতর্কতা হিসাবে কী কী করবেন, কী করবেন না?
দেখে নিন এক নজরে!
কী করবেন:
১. বাড়ির বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করুন। অনেকেরই বাড়িতে অস্থায়ী শেড, বেড়া, দরজা, ছিটকিনিহীন কাঁচের জানলা থাকে। সেগুলির ব্যবস্থা করুন।
২. এবার বাড়ির আশেপাশে ঝুলে থাকা গাছের ডাল, ইঁট, ছাদে রাখা টব, সাইনবোর্ড, ডাস্টবিনগুলির ব্যবস্থা করুন।
৩. এমার্জেন্সি লাইট, হ্যারিকেন, মোমবাতি, টর্চ তৈরি রাখুন।
৪. বাড়িতে ইনভার্টার থাকলে ফুল চার্জ নিশ্চিত করুন। মোবাইলের ব্যাটারি, পাওয়ার ব্যাঙ্ক, ল্যাপটপ ইত্যাদিতেও চার্জ দিয়ে রাখুন।
৫. সহজেই বানানো যাবে এমন খাবার, যেমন ইনস্ট্যান্ট নুডলস, চাল, ডাল, আলু এনে রাখুন।
৬. বিপদসঙ্কুল এলাকায়, অর্থাত্ নদীবাঁধ, সৈকত এলাকায় বাড়ি হলে স্থানীয় প্রশাসনের শরণাপন্ন হোন।
৭. টিভি, ফ্রিজ ইত্যাদির প্লাগ খুলে রাখবেন।
কী করবেন না:
১. বাড়ির বাইরে গাড়ি, মোটরসাইকেল রেখে দেবেন না।
২. প্রশাসন সতর্ক করলে অমান্য করবেন না।
৩. ঝড়ের সময়ে বের হবেন না।
৪. ঝড়ের পর ঝুলে থাকা তারে হাত দেবেন না। বিদ্যুত্ অফিসে খবর দিন।
৫. ঝড়ের পর জমা জলে পা দেবেন না।