%%sitename%%

এক নজরে

Cyclone Gulab: স্থলভাগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘গুলাব’

By admin

September 26, 2021

কলকাতা ব্যুরো: বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘গুলাব’। পাকিস্তান এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও ওড়িশার গোপালপুরের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। আমাদের রাজ্যে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না। তবে রাজ্যের উপকূলের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা উপকূল ও অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে সমুদ্রবক্ষে। এই ঘূর্ণাবর্তের জেরে আগামী মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে আগামী মঙ্গলবার থেকে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, ও দুই মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ৭০ থেকে ৮০ কিলোমিটার। কলকাতায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

রবিবার কলকাতায় আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে।