কলকাতা ব্যুরো: বাঘের আগে ফেউ আসার সেই পুরনো প্রবাদ মনে করিয়েই যেন ঘূর্ণিঝড় যশ আঘাত হানার আগের দিন বিকেলে টর্নেডো উথাল পাথাল করে দিল হুগলি ও উত্তর ২৪ পরগনার দুটি এলাকা। মঙ্গলবার বিকেলে ব্যান্ডেল চার্চ এর পিছনে টর্নেডো হামলা চালায়। এতে প্রায় ৪০ টি দোকান ও বাড়ি ধুলিস্যাৎ হয়ে যায়। গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। প্রায় একই সময়ে হালিশহরে টর্নেডোর হামলা চলে। সেখানে কয়েক মিনিটের মধ্যে ধুলোর ঝড় উড়িয়ে নিয়ে যায় প্রায় কুড়িটি বাড়ি।


দুটি ঘটনার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বেশ কিছু পরিবার গৃহহারা হয়ে গিয়েছে।
হঠাৎ এমন টর্নেডো অবশ্য অস্বাভাবিক নয় বর্তমান পরিস্থিতিতে, বলছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তাদের মতে, যেভাবে ঘূর্ণিঝড় প্রায় এক হাজার কিলোমিটার জায়গা জুড়ে তার প্রভাব বিস্তার করে রেখেছে। সেখানে এমন ছোট ছোট ঘটনা ঘটার সুযোগ রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বুধবার দুপুরে উপকূলে ধাক্কা মারার পরে ছোটনাগপুর মালভূমির দিকে চলে যাওয়ার সময় ঘূর্ণাবর্ত টি মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বা পুরুলিয়াতে এমন আবার টর্নেডোর হামলা দেখা যেতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version