এক নজরে

সাইবার ক্রাইম মোকাবিলায় জোর

By admin

September 08, 2020

কলকাতা ব্যুরো: অপরাধ জগতে এখন জাঁকিয়ে বসেছে সাইবার ক্রাইম। প্রতারণার নতুন মাধ্যম হয়ে উঠেছে এটি। সে কারণেই অপরাধ মোকাবিলায় সাইবার ক্রাইম বিভাগটিকে আরো শক্তিশালী করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুলিশ দিবসের অনুষ্ঠানে তিনি বলেন,সাইবার ক্রাইম গ্রুপটাকে শক্তিশালী করতে হবে।

আনন্দপুর থানা এলাকায় দু’দিন আগে যে ঘটনা ঘটেছে তাতে যে মহিলা বাঁচাতে গিয়ে আহত হয়েছেন, তাঁর চিকিৎসার খরচ সরকার দেবে। প্রসঙ্গত ওই ঘটনার জট খুলতে তদন্তে নেমেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগও। একইসঙ্গে জঙ্গলমহলে ফের মাওবাদী তৎপরতা বাড়ার খবরে, সেখানে অজয় নন্দার নেতৃত্বে কাউন্টার ইন্টেলিজেন্স ফোর্সকে আরো সক্রিয় হ‌ওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, সাইবার ক্রাইমকে বেশি প্রায়োরিটি দিতে হবে। যারা সাইবার ক্রাইমে ভালো কাজ করবেন তাদের পুরস্কৃত করা হবে।