কলকাতা ব্যুরো : অনেক প্রশ্ন ছিল। অনেক সমালোচনাও। ৪৩৭ দিন পর মাঠে ফিরে তার অধিনায়কত্বে মহেন্দ্র সিংহ ধোনি জিতিয়ে আনলেন চেন্নাই সুপার কিংস কে। একেই বোধয় বলে ওস্তাদের মার শেষ রাতে। শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করতে নেমে রান পাচ্ছিল ভালই । ডিকক ও রাহুল শর্মা ঠিক যখন খেলা ধরে নিয়েছেন মোক্ষম চাল দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ফাস্ট বোলিং সরিয়ে পীযূষ চাওলা কে আনলেন বল করাতে। প্রথম জুটি ভেঙ্গে দিতেই খেলা ধরে ফেললো চেন্নাই সুপার কিংস। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে তিওয়ারি সবথেকে বেশি রান করেন । ৩১ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস। কিন্তু বুদ্ধি করে ফিল্ডিং পরিবর্তন করে ধোনি খুব অনায়াসেই ড্রেসিং রুমে ফিরিয়ে দেন একের পর এক মুম্বাই ইন্ডিয়ানস এর ব্যাটসম্যানদের। পোলার্ড, ক্রুনাল, প্যাটিনসন সবাই প্যাভিলিয়নে ফিরে যান সামান্য রান করে। অবশ্যই প্লেসিস এর অসাধারণ দুটি ক্যাচ খেলায় ফিরিয়ে আনে চেন্নাইকে। হার্দিক পান্ডিয়ার ক্যাচ টি দূর্দান্ত। বারে বারে দেখার মত। ১৬২ রানে শেষ হয় মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস।
২০ ওভারে ১৬৩ টার্গেট নিয়ে নামে চেন্নাই। কয়েক ওভারের মধ্যেই বোল্ট আর প্যাটিনসন ২ টি উইকেট নিয়ে নিলেও সামলে নেই চেন্নাই। রায়াদু আর প্লেসিস এর ব্যাট ঝলসে ওঠে। রায়াদুর ৪৮ বলে ৭১ আর প্লেসিসের ৪৪ বলে ৫৮ ১৯.২ ওভারেই জয় এনে দেয় চেন্নাই কে। বিশেষ প্রশংশা অবশ্যই প্রাপ্য প্লেসিসের। ক্যাচেস উইন্স মাচেস।
মুম্বাই ইন্ডিয়ান্স – ১৬২/৯ ( ২০ )চেন্নাই সুপার কিংস – ১৬৬/৫ ( ১৯.৫ )