কলকাতা ব্যুরো: সমস্তকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ মার্চ শিয়ালদহ মেট্রো স্টেশনের পরিদর্শনে আসতে পারে রেলওয়ে সেফটি কমিশন। মেট্রো রেল সূত্রে খবর, আজই এসে পৌঁছেছে রেলওয়ে সেফটি কমিশন কর্তৃপক্ষের চিঠি। সেই চিঠি অনুযায়ী, আগামী মাসের ১৫ তারিখেই চূড়ান্ত পরিদর্শনে আসবেন তাদের আধিকারিকরা। যাত্রী সুরক্ষার বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তাঁরা।
পাশপাশি যাত্রী স্বাচ্ছন্দের বিভিন্ন বিষয়, অগ্নি-নির্বাপণ ব্যবস্থা, ইলেকট্রিকাল ও সিগন্যালিং ব্যবস্থার বিষয়গুলি এবং এখনও পর্যন্ত যা যা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে তার সমস্ত রিপোর্ট খতিয়ে দেখা হবে। তাঁদের রিপোর্টের ওপরেই নির্ভর করবে, কত দ্রুত যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হবে শিয়ালদহ মেট্রো স্টেশন।
সম্প্রতি কসবা পরিবহন ভবনে শহরের মেট্রো সম্প্রসারণের প্রকল্পগুলি নিয়ে বৈঠকে বসেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। সেই বৈঠকে শহরের মেট্রো প্রকল্পগুলির কাজের অগ্রগতি, সমস্যা-সহ আরও বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের আধিকারিকরাও। সেই বৈঠকেই মন্ত্রী জানিয়েছিলেন, শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা আগামী মার্চে চালু হতে পারে।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান স্টেশন পর্যন্ত ইতিমধ্যে শুরু হয়েছে পরিষেবা। সল্টলেক সেক্টর ফাইভ-এর পরে প্রথম ভূগর্ভস্থ স্টেশন হল ফুলবাগান।