এক নজরে

Chhattisgarh CRPF: সুকমায় সিআরপিএফ ক্যাম্পে সহকর্মীর গুলি

By admin

November 08, 2021

কলকাতা ব্যুরো: এক জওয়ানের এলোপাথাড়ি গুলি চালনায় ছত্তিশগড়ের সিআরপিএফ ক্যাম্পে মৃত্যু হল ৪ জওয়ানের। আহত হয়েছেন আরও ৩ জন। সুকমার মারাইগুডা থানা এলাকার লিঙ্গমপল্লি সিআরপিএফ ৫০ ব্যাটেলিয়নে সোমবার সকালে এই ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন ধনজি, রাজীব মণ্ডল, রাজমণি যাদব ও ধর্মেন্দ্র কুমার। মৃত ধনজি ও রাজমণি যাদব বিহারের বাসিন্দা। রাজীব মণ্ডল পশ্চিমবঙ্গের বাসিন্দা। জানা গিয়েছে, এই তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। হাসপাতালে মারা যান ধর্মেন্দ্র কুমার। আহত তিন জওয়ানের নাম ধনঞ্জয় সিং, ধর্মাত্মা কুমার, রঞ্জন মহারানা বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, সদ্য ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন সিআরপিএফের ছত্রিশগড়ের সুকমায়, ৫০ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত রাজীব মন্ডল। নদিয়া জেলার দেবগ্রামের বাসিন্দা রাজীব। প্রায় এক মাস আগে বাড়িতে ছুটি কাটিয়ে ফের কর্মস্থলে যোগ দেন তিনি। কিন্তু নিয়তির জেরে এবারেও বাড়ি ফিরবেন তিনি, তবে নিথর শরীরে। ছত্তীসগড়ের সুকমায় সিআরপিএফ ক্যাম্পে সহকর্মী জওয়ানের গুলিতে মৃত ৩২ বছর বয়সি রাজীবের মৃত্যুর খবর পেতেই শোকস্তব্ধ গোটা পরিবার। 

বাড়িতে বাবা, মা, স্ত্রী, দুই মেয়ে এবং দুই ভাইকে নিয়ে সংসারে যেন বজ্রাঘাত। ২০১০ সালে সিআরপিএফ-এ যোগ দিয়েছিলেন রাজীব। প্রথম পোস্টিংই ছিল কাশ্মীরে। যে কাশ্মীরে সিআরপিএফ-জঙ্গি লড়াই লেগেই থাকত। কিন্তু প্রাণে বেঁচেছিলেন তিনি সেখানে। কিন্তু সহকর্মীর গুলিতে এভাবে প্রাণ হারানো যেন কেউ বিশ্বাসই করতে পারছে না। এক মাস আগে ছুটি কাটিয়ে কাজে ফেরা ছেলের আজীবন ছুটিতে শোকস্তব্ধ মন্ডল পরিবার।

ঘটনার খবর জানাজানি হতেই সমার সকাল থেকে রাজীব মণ্ডলের বাড়িতে শোকের আবহ। প্রসঙ্গত, সকালে রাজীবের দাদার কাছে ফোন আসে, তাঁকে জানানো হয়, গুলি চালাতে গিয়ে শহিদ হয়েছেন তাঁর ভাই। তারপর থেকেই বাড়িতে এলাকার মানুষের ভিড় জমতে শুরু করে।

আহতদের চিকিৎসা চলছে তেলাঙ্গানার ভদ্রচলম এরিয়া হাসপাতালে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। দীপাবলির ছুটি নিয়ে জওয়ানদের মধ্যে বচসা থেকেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।