এক নজরে

পুকুরে পরপর উদ্ধার কুমির ছানা

By admin

September 26, 2020

কলকাতা ব্যুরো: আবার কুমিরছানা উদ্ধার। এবার দেখা মিলল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। এলাকার বাগুই নদী থেকে কুমিরছানাটি উদ্ধার হয়েছে শনিবার।

রাজ্যের চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন বিনোদকুমার যাদব জানিয়েছেন, কুমির শাবকটি ১৪ ইঞ্চি লম্বা। ওই এলাকায় আগে কুমির উদ্ধার বা কুমিরের অস্তিত্বের রেকর্ড কখনও ছিল না। তিনদিন আগে ২৪ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরেরই খেজুড়ি এলাকায় আরেকটি কুমির শাবক উদ্ধার হয়েছিল। এই প্রজাতির কুমির নোনাজলের প্রাণী। এই এলাকায় কোনভাবেই এদের অস্তিত্ব থাকার কথা নয়। চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন বলেন, মনে হচ্ছে, সাগর থেকে কোন কুমির ওই এলাকায় গিয়ে ডিম পেড়েছিল। এখন ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে। যে নদী থেকে কুমিরছানা উদ্ধার হচ্ছে, তার সঙ্গে কেলেঘাই ও হলদি নদীর যোগ আছে। ওই পথে কুমির এসে ডিম পেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। নিজকসবা ফরেস্ট বিট এলাকায় ১২ সেপ্টেম্বর আরও একটি কুমিরছানা উদ্ধার হয়েছিল। আগে উদ্ধার ওই দুটি শাবক ১৩ ইঞ্চি লম্বা ছিল।