কলকাতা ব্যুরো: যারা প্রতিবছর দিওয়ালি কে প্রাণবন্ত করে তোলে তাদের পরিবারই এবছর বিষন্নতায় ডুবে আছে। সরকার ও হাইকোর্টের নির্দেশে এই বছর বাজি বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। তার ফলে বহু ছোট-বড় বাজি কারখানার মালিক ও বিক্রেতা আর্থিক অনটনের শিকার হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত আগে নেওয়া হলে তাদের এত লোকসান হতো না কারণ বাজি দিওয়ালির বহুদিন আগেে থেকে তৈরি শুরু হয়ে যায় এবং খুচরা বিক্রেতাদের হাতে পৌঁছে যায়। দিওয়ালি শেষ মুহূর্তে বাজির নিষিদ্ধের সিদ্ধান্ত তাদের কাছে অভিশাপ হয়ে এসেছে যার ফলে বহুুু পরিবার ঋণগ্রস্ত। দিওয়ালির পরে তাদের কি অবস্থা হবে জানা নেই, বহু পরিবার ব্যাংক বা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে বাজি মজুত করেছিল, একাংশের গলায় ক্ষোভ, কারো বিষন্নতা সরকার যদি আমাদের কোন সাহায্য না করে আমাদের আত্মহত্যা ছাড়া পথ নাই ।
Previous Articleবিধ্বংসী আগুনে জ্বলছে নিউটাউনের বস্তি
Next Article বাজি ঠেকিয়ে আপাতত রংবাজি পুলিশেরই