কলকাতা ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায়কে ( Partha Chatterjee ) গ্রেফতার করা হয়েছে বেশ কয়েক ঘণ্টা কেটে গেছে। কিন্তু তৃণমূলের এই প্রথমসারির নেতা তথা মন্ত্রীর গ্রেফতারের ঘটনায় তাঁর দলের প্রথম সারির কোনও নেতা এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি। দলের মহাসচিব পার্থকে ইডি ধরে নিয়ে যাওয়ার সময়ও তৃণমূলের কাউকে দেখা যায়নি।তবে বিরোধীদের প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। মন্ত্রীর গ্রেফতারিতে বাংলার মানসম্মান ধূলিসাৎ হয়ে গেল বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর বক্তব্য, শুধু পার্থর গ্রেফতারিতেই থেমে থাকলে চলবে না। তৃণমূলের বাকি অপরাধীদেরও বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।সুজন বলেন, একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার হয়েছেন চাকরি দেওয়াতে অনিয়মের কারণে। কোটি কোটি টাকা নেওয়া হয়েছে চাকরি প্রার্থীদের কাছ থেকে। এই ঘটনা বাংলার লজ্জার। রাজ্যের মাথা হেঁট হয়ে গেল রাজ্যের মানসম্মানের কথা মাথায় রেখে বলতে হয় এটা মন খারাপ করা ঘটনা।সিপিএম নেতার প্রশ্ন, এটা কি হতে পারে, যে একজন মন্ত্রী দিনের পর দিন এমন অপরাধ করেছেন আর দলের শীর্ষ নেতারা কেউ তা জানতেন না?সুজনের বক্তব্য, মুখ্যমন্ত্রী অতীতে সিবিআই দফতর ঘেরাও করেছিলেন। আমি জানতে চাই, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরও কি সিবিআই দফতর ঘেরাও করবেন তিনি?