এক নজরে

আগামীকাল বাম-কংগ্রেস বৈঠক

By admin

November 16, 2020

কলকাতা ব্যুরো : শিয়রে নির্বাচন। তাই বৈঠক বেড়ে চলেছে। পুজোর মধ্যে একপ্রস্থ আলোচনা হয়ে গিয়েছে। কালীপুজো ভাইফোঁটা শেষ হতেই দ্বিতীয় পর্বের আলোচনায় বসতে চলেছেন প্রদেশ কংগ্রেস ও বাম নেতৃত্ব।

অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পরে তার নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে চার বাম দলের নেতাদের প্রথম বৈঠক হয়েছিল সপ্তমীর সন্ধ্যায়। সেই বৈঠকের জন্য উদ্যোগী হয়েছিল বামেরা। বিহার বিধানসভার ফলাফলের পর এবার বৈঠকের জন্য উদ্যোগী হয়েছে কংগ্রেস। প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে প্রদেশ কংগ্রেস সমন্বয় কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্যের এই প্রসঙ্গে কথা হয়ে গেছে । উৎসব শেষ হয়ে যাবার পর আবার জোটের আলোচনা শুরু করা দরকার এই ব্যাপারে দুজনেই একমত। প্রদীপ ভট্টাচার্য্য জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে। অধীর বাবুর সঙ্গে বিমান বাবুর কথা হয়েছে। সেই অনুযায়ী ঠিক হয়েছে মঙ্গলবার ফের বৈঠক হবে। প্রদীপ বাবু জানান যৌথ কর্মসূচি যা হচ্ছে রাজ্য ও জেলা স্তরে তাকে আরও জোরদার করতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে চাইছে কংগ্রেস ও বাম শিবির।

এদিকে বামফ্রন্টের তরফ থেকে জানানো হয়েছে কোথায় কখন বৈঠক হবে তা কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে। বাম ছাত্র সংগঠনগুলো ১৮ নভেম্বর রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। বিপুল সংখ্যার মানুষের কাজ হারানো, কেন্দ্র সরকারের শিক্ষানীতি, কৃষি ও শ্রমক্ষেত্রে একের পর এক বিল পাস করে সাধারণ মানুষের দুর্দশা বাড়ানোর প্রতিবাদে ২৬ তারিখে ধর্মঘটে ছাত্র সমাজকে সামিল হওয়ার জন্য ডাক দিয়েছে । এসএফআই, এ আই এস এফ, পি এস ইউ , ছাত্র ব্লক ও ডি এস ও সি পি আই এম এল (লিবারেশন) এবং ছাত্র সংগঠনকে নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করবে রাজ্যের ৪ বাম দল