কলকাতা ব্যুরো: হাতরাস কাণ্ডে ৬ অক্টোবর ফের যৌথ মিছিলে বাম-কংগ্রেস। মিছিল হবে লেনিন সরণি থেকে পার্ক সার্কাস পর্যন্ত। এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান।শনিবারও এই ইস্যুতে পথে নেমেছিলো বাম ও কংগ্রেস। ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত মিছিলের কথা থাকলেও ডোরিনা ক্রসিং -র কাছে ওই মিছিল আটকে দেয় পুলিশ। খানিক ধস্তাধস্তিও হয়। রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা।এদিকে গতকালই ওই ঘটনার প্রতিবাদে বিড়লা তারামণ্ডল থেকে গন্ধ মূর্তি পর্যন্ত মিছিল করেন তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশে এক স্বৈরতান্ত্রিক ও একনায়কতন্ত্র চলছে। তিনি জানান, আগামী দিনেও রাজ্যের ব্লকে ব্লকে চলবে এই আন্দোলন।