কলকাতা ব্যুরো: নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করলো বাম-বিজেপি। আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলের আইনজীবীরা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ২৩ ডিসেম্বর মামলার শুনানি রয়েছে সেই দিনই তাঁদের বক্তব্য শোনা হবে।

বিজেপির তরফে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। গেরুয়া শিবির উপযুক্ত তথ্য প্রমাণ-সহ মামলা দায়ের করার অনুমতি চায় পাশাপাশি সিপিএমের তরফে মামলার অনুমতি চাওয়া হয়। দু’টির অনুমতিই দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। সিপিএম প্রার্থী দেবলীনা সরকারের আইনজীবী সব্যসাচী চট্রোপাধ্যায় জানান, রবিবার কলকাতা পুরভোটে আদালতের নির্দেশের অবমাননা করা হয়েছে। সেই মর্মে তাঁরা আবেদন জানাতে চান এবং মামলাটি দ্রুত শুনানির যাতে ব্যবস্থা করা হয় তার জন্য আবেদন জানিয়েছেন কারণ মঙ্গলবারই ভোটের গণনা রয়েছে কিন্তু প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানান, আগামী ২৩ ডিসেম্বর মামলার শুনানি রয়েছে। ওইদিনই সব পক্ষের বক্তব্য শোনা হবে।

রবিবার কলকাতা পুরভোটে শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে সব বিরোধী রাজনৈতিক দলই সরব হয়েছিল। ভারতীয় জনতা পার্টি বেলা একটা থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি সিপিআইএম এবং কংগ্রেসের তরফেও দফায় দফায় নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল। জানানো হয় পুনর্নির্বাচনের দাবিও। তবে ১৪৪টি ওয়ার্ডের কোনওটাতেই পুননির্বাচনের সম্ভাবনা নেই বলাই যায়। উল্লেখ্য, শুক্রবার রাতে কলকাতা হাইকোর্ট কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি খারিজ করে রাজ্য পুলিশের উপরই ভরসা রেখেছিল। তবে একই সঙ্গে নির্দেশে এও জানানো হয়েছিল, প্রয়োজন মনে করলে এবং পরিস্থিতির যদি খারাপ হয়, রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে যেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে।

Share.
Leave A Reply

Exit mobile version