কলকাতা ব্যুরো: একটি রাজনৈতিক বৈঠক চলাকালীন শুক্রবার রাতে দলীয় নেতা নীলাশিস বসুর কাছে খবর আসে বালির বিপত্তারিণীতলায় কয়েকদিন ধরে এক ব্যক্তি জ্বরে ভুগছেন। প্রবল শ্বাসকষ্ট তার। অক্সিজেনের প্রয়োজন। খবর পেয়ে বৈঠকে থাকা সদস্যরা পৌঁছে যান সেই বাড়িতে।
দলীয় সদস্যদের মধ্যে অমিতাভ, অঙ্কিত, তীর্থ, সংকেত সহ আরো কয়েকজন বেরিয়ে পড়েন অক্সিজেন সিলিন্ডারের সন্ধানে।
কিন্তু স্থানীয় এলাকায় কোথাও অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়নি। শেষপর্যন্ত উত্তরপাড়া থেকে জোগাড় করা হয় একটি অক্সিজেন সিলিন্ডার। তা নিয়েই পি পি ই কিট এবং মাস্ক পড়ে নিরাপত্তার ব্যবস্থা করে সিপিআইএমএল নেতা নীলাশিস ও অমিতাভ বিশ্বাস অক্সিজেন সিলিন্ডার নিয়ে ওই বাড়িতে ঢোকেন। সিলিন্ডার ব্যবহার করার ব্যবস্থাও তারাই করে দেন।


একই সঙ্গে ওই ব্যক্তির করোনা পরীক্ষার ব্যবস্থাও করে আসেন ওই নেতারা।
হাওড়া এলাকায় প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার না পাওয়ার খবরে এখন নতুন করে ভাবনা শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে। রাতেই স্বাস্থ্য দপ্তরে একটা কর্তা বলেন, আমরা অক্সিজেন সিলিন্ডারের বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি।

Share.
Leave A Reply

Exit mobile version