এক নজরে

Tanmay Bhattacharya Injured: ইটের আঘাতে রক্তাক্ত তন্ময় ভট্টাচার্য

By admin

October 30, 2021

কলকাতা ব্যুরো: এবার উপনির্বাচন চলাকালীন হিংসার ঘটনা ঘটল খড়দহ স্টেশন রোডে। আক্রান্ত হলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। তাঁর গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে খড়দহ স্টেশন রোড চত্ত্বর। পার্টি অফিসে প্রবেশ করার মুহূর্তেই তাঁকে ইট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ জানালেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য।

ঠিক কী ঘটেছে?‌ শনিবার গাড়িতে করে পার্টি অফিসে আসেন তন্ময় ভট্টাচার্য। তখনই একদল যুবক তাঁকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। ইটের আঘাতে তাঁর মাথা ফেটে যায়। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। এই বিষয়ে প্রাক্তন সিপিএম বিধায়ক বলেন, ‘‌কয়েক জায়গায় আমাদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি। আমরা চাই, নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক। আমাকে আজ আঘাত করা হল।’‌

তবে কে বা কারা এই ঘটনা ঘটালো, কেনই বা ঘটাল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। দমদম উত্তরের প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য জানান, তিনি যখন গাড়ি থেকে নেমে হেঁটে দলীয় কার্যালয়ের দিকে আসছিলেন তখনই পিছন থেকে একটা ইট তাঁর ঘাড়ে গিয়ে পড়ে। তাঁর প্রচণ্ড আঘাত লাগে। তিনি পিছন ফিরে দেখেন কালো মাস্ক পরা একটি ছেলে দৌড়ে চলে যাচ্ছে। তাঁর সন্দেহ ওই ব্যক্তি ইট মেরেছে। যদিও কাউকে দেখতে পাননি তিনি।

এই ঘটনার কথা রাজ্য পার্টিকে জানিয়েছেন তিনি। পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছে। উপনির্বাচনের দিন এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। নির্বাচন কমিশনকে দলের পক্ষ থেকে নালিশ জানানো হবে বলে জানা গিয়েছে। কিন্তু কেন তাঁকে লক্ষ্য করে ইট মারা হল?‌ এই প্রশ্নের উত্তর এখনও অধরা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।