এক নজরে

West Bengal Strike: বিজেপির ডাকা বনধের বিরোধিতা বামেদের

By admin

February 27, 2022

কলকাতা ব্যুরো: কমিশন ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় পুরভোট কার্যত প্রহসনে পরিণত হয়েছে। রবিবার ভোট শেষে এমনই অভিযোগ বাম ও কংগ্রেসের। প্রতিবাদে সোমবার সবকটি মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করার সিদ্ধান্ত নিল রাজ্য বামফ্রন্ট। তবে বিজেপির বনধে সমর্থন নেই তাঁদের। পাশাপাশি আগামিকাল রাজ্য জুড়ে “গণতন্ত্র হত্যা বিরোধী দিবস” পালন করা হবে বলে জানিয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

পুরভোটে সন্ত্রাসের প্রতিবাদে রাজ্যের গেরুয়া শিবির বন্‌ধের ডাক দিলেও সেই পথে হাঁটতে নারাজ বাম ও কংগ্রেস। ক্ষমতা নেই তাই ধর্মঘটের পথে যাচ্ছেন না বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তবে যে ইস্যুতে বিজেপি বনধের ডাক দিয়েছে তাকে সমর্থন করেন তিনি।

তবে ভোটের নামে কমিশন ও সরকারি মদতে রাজ্য জুড়ে ব্যাপক সন্ত্রাস, বুথ দখল করে ছাপ্পা ভোট এবং মানুষের অধিকার কেড়ে নিয়েছে শাসকদল। শাসকদলের হয়ে পুলিশ বুথ দখল করে ভোট দিয়েছে বলে অভিযোগ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। তাঁর অভিযোগ, ভোট শুরু থেকেই বিভিন্ন জায়গায় নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করতে নেমেছিল শাসকদল। তবে কিছু জায়গায় বামেরা শাসকদলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সমর্থ হয় বলেও দাবি করেন তিনি। তবে বামফ্রন্টের তরফে এখনও কোনও বুথে পুনঃনির্বাচনের দাবি জানানো হয়নি বলেই খবর। স্কুটিনির পরই কত বুথে পুনঃনির্বাচনের দাবি করা হবে তা জানানো হবে বলে জানিয়েছে আলিমুদ্দিন।

এদিন বামেদের সুরে সুর মিলিয়েছে কংগ্রেসও। প্রদেশ সভাপতির অভিযোগ, ১০৮টি পুরসভার প্রায় প্রত্যেকটি জায়গাতেই শাসক দলের গুণ্ডাবাহিনী পুলিশের মদতে বিরোধী প্রার্থীদের উপর আক্রমণ, এজেন্টদের বুথে বুঝতে না দেওয়া ছাড়াও সাধারণ ভোটারদের ওপর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ অধীররঞ্জন চৌধুরীর।

উল্লেখ্য, রবিবার অবাধে ছাপ্পা, ভোট লুট ও সন্ত্রাসের অভিযোগ তুলে কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি রাজ্যস্তরে কোনও বিক্ষোভ অবরোধ কর্মসূচি না হলেও প্রতিটি জেলাতেই এদিন অবরোধ করে বামেরা। কমিশন মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ব্যর্থ বলে অভিযোগ সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর।