এক নজরে

এবার সল্টলেকে শ্রমজীবী ক্যান্টিন করলো সিপিআই

By admin

November 07, 2020

কলকাতা ব্যুরো : সিপিএম-এর পর এবার সিপিআই। সল্টলেকে দুঃস্থ মানুষদের জন্য শ্রমজীবী ক্যান্টিন করলো এই দল।

এই শ্রমজীবী ক্যাণ্টিন থেকে অতিমারীর সময় গরীব ও দুঃস্থ মানুষদের জন্য মাত্র ২০ টাকায় লাঞ্চ প্যাকেট বিলি করা হচ্ছে প্রতিদিন। সিপিআই-এর জেলা সেক্রেটারি স্বপন ব্যানার্জী ৭ নভেম্বর এই ক্যান্টিনের উদ্বোধন করেন।