কলকাতা ব্যুরো: কলকাতা পৌরভোটে ১০ নম্বর ওয়ার্ডের সিপিআই প্রার্থী করুণা সেনগুপ্ত পরাজিত হলেন। এই ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের সুব্রত বন্দ্যোপাধ্যায়। ব্যবধান ২ হাজার ২৬৭। তাঁর পরাজয়ে উত্তর কলকাতার শেষ আশাও এবার নিভে গেলো। তবে ১০৩ নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী নন্দিতা রায় ৮৬ ভোটে জিতেছেন। কিন্তু তাকে বিজয়ী সার্টিফিকেট নিতে বাধা দিচ্ছে তৃণমূল। এবারের পুর ভোটে এই ১০৩ নম্বর ওয়ার্ড ছিল বামেদের এক মাত্র নিশ্চিত আসন। অন্যদিকে ৯৮ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তী ৯৫ ভোটে হেরে গেলেন। স্বাধীনতার পরে এই ওয়ার্ডে প্রথম হারলো বামেরা।
একা কুম্ভ ছিলেন বামপ্রার্থী করুণা সেনগুপ্ত। অর্ধ শতকেরও বেশি সময় ধরে বামফ্রন্টের দখলে ছিল এই ওয়ার্ড ৷ তবে বর্ষীয়ান বামপ্রার্থী তাঁর হারের জন্য তৃণমূল কংগ্রেসের দিকে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলেছেন ৷ তার আগে তাঁর স্বামী পুর্ণেন্দু সেনগুপ্ত এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।