কলকাতা ব্যুরো: শুরু হলো ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। দক্ষিণ কলকাতার চেতলা গার্লস হাইস্কুলে এবং উত্তর কলকাতার টাউন স্কুলে এদিন বেলা গড়াতেই কোভিড টিকাকরণের কাজ শুরু হয়। চেতলা গার্লস হাইস্কুলে মেয়র ফিরহাদ হাকিম নিজে টিকাকরণের প্রক্রিয়ার তদারকি করেন।

পাশাপাশি সোমবার সকালে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল, বেথুন কলেজিয়েট স্কুল, শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যালয়-সহ বিভিন্ন স্কুলে ১৫ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়াদের টিকাকরণ শুরু হয়েছে। তবে শুধু কলকাতাতেই নয়, টিকাকরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যের একাধিক জেলায়। এদিন বেলা বাড়তেই স্কুলের সামনে দেখা গিয়েছে ছাত্রছাত্রীদের লম্বা লাইন। তবে কোভিড প্রটোকল মেনে এদিন সব স্কুলের ছাত্রছাত্রীদের ভাক্সিন নিতে দেখা যায়।

এদিন পড়ুয়ারা নিজেদের পরিচয়পত্র নিয়ে নির্ধারিত স্কুলগুলিতে স্কুল ইউনিফর্মে হাজির হয়। প্রথমে নাম নথিভুক্ত করানো হয়। এরপর নির্ধারিত কক্ষে টিকার জন্য পাঠানো হয়। প্রাপ্তবয়স্কদের মতো, বাচ্চাদের টিকার ডোজ দেওয়ার পর পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করা হয়েছে। নিয়ম মেনেই পড়ুয়াদের উপর নজর রাখা হচ্ছে সেখানে।

টাউন স্কুলের প্রধান শিক্ষক হিমাদ্রি মুখোপাধ্যায় বলেন, গত কয়েকদিন ধরে তাঁরা স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রছাত্রীদের জানিয়ে দিয়েছিলেন টিকাকরণের বিষয়টি। পাশাপাশি রবিবারই গোটা স্কুল জীবাণুমুক্তকরণ করা হয়েছে। কোথায় নাম নথিভুক্ত হবে? কোথায় ভ্যাকসিন দেওয়া হবে? কোথায় ভ্যাকসিন দেওয়ার পরে ছাত্রছাত্রীরা বসবেন? সেই সমস্ত ব্যবস্থা স্কুল কর্তৃপক্ষ গতকালই সেরে ফেলেছিলেন। স্কুল কর্তৃপক্ষ আশা করছে, তাঁদের স্কুলের অন্তত ১৫০-২০০ জন ছাত্রছাত্রী আজ টিকা নেবে।

Share.
Leave A Reply

Exit mobile version