কলকাতা ব্যুরো: সংক্রমণ আর সুস্থতা যেন হাত ধরাধরি করে চলেছে বাংলায়। কলকাতা সহ বিভিন্ন জেলায় এই প্রবণতা গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল। গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে সামগ্রিক ভাবে রাজ্যের ছবিটাও তাই।একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৯২৪ জন, আবার করোনামুক্ত হয়েছেন ৩,৯২৫ জন। সামান্য কমেছে দৈনিক সংক্রমণ, সামান্য বেড়েছে সুস্থতা। সামগ্রিক ভাবে অবশ্য সুস্থতার হার আরও বেড়ে রাজ্যে বুধবার হল ৮৭.৯০। কিন্তু দৈনিক মৃত্যুতে এখনও লাগাম নেই।বরং কলকাতা ও উত্তর ২৪ পরগনার পাশাপাশি নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় দৈনিক মৃত্যু সংক্রমণের তুলনায় অনেকটা বেশিই বলা যায়। নদিয়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৬৪ জন, মৃত্যু হয়েছে ৪ জনের, করোনামুক্ত হয়েছেন ১৫৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় এইসময়ে সংক্রামিত ২৪০, মৃত ৪ এবং সংক্রমণ মুক্ত ২৪৭ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০ জনের। যথারীতি মৃতের এই তালিকার সিংহভাগই কলকাতা ও উত্তর ২৪ পরগনার। কলকাতার ১৮ ও উত্তর ২৪ পরগনার ১৮ জন। এই দুই জেলায় দৈনিক সংক্রমণ যথারীতি ৯০০-র কাছাকাছি। তবে সুস্থতা তার চেয়েও বেশি। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ৮৯১ জন, সুস্থ ৯৯৩ জন।উত্তর ২৪ পরগনায় এই দুই পরিসংখ্যান যথাক্রমে ৮৫৩ ও ৯৯৯। রাজ্যে বুধবার পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হল ৩,৬১,৭০৩, মোট করোনামুক্তি ৩,১৭,৯২৮ জনের। এদিনের পরিসংখ্যানে রাজ্যে অ্যাক্টিভ পজিটিভ এখন ৩৭,১১১। মৃতের মোট সংখ্যা ৬,৬৬৪। বুধবার করোনা টেস্ট হয়েছে ৪২,৫৫৩ জনের। হাওড়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৪, সুস্থ ১৮২, পশ্চিম বর্ধমানে এই দুই সংখ্যা ১০১ ও ১২১ এবং পূর্ব মেদিনীপুরে ১৩৯ ও ৪৫।মৃত্যুর পরিসংখ্যানে হাওড়ায় ৩, পশ্চিম বর্ধমানে ২ পূর্ব মেদিনীপুরে ২ জন। এছাড়া ১ জন করে মৃত্যুর খবর আছে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে।