কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় করোনা সংক্রমণ আবার লাফিয়ে উঠল। দার্জিলিংয়ে একদিনে আক্রান্ত হয়েছেন ১৩৫ জন, মৃত্যু ৩ জনের। জলপাইগুড়িতে আক্রান্ত ১২৭ ও মৃত্যু ১ জনের। এছাড়া দক্ষিণ দিনাজপুরে ২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ দিনাজপুরে ৫৫, কোচবিহারে ৪৯, মালদহে ৪৫ ও আলিপুরদুয়ারে ৩১।