কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গে হঠাৎ করোনা সংক্রমণ কিছুটা কমল। এর ব্যাখ্যা অবশ্য মেলেনি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন মালদহে ৯৫, কোচবিহারে ৮৫, দক্ষিণ দিনাজপুরে ৬০, দার্জিলিং জেলায় ৫৬, আলিপুরদুয়ারে ৫০, উত্তর দিনাজপুরে ৩২ ও জলপাইগুড়ির ৩০ জন। মৃত্যুও কমেছে। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে মৃতের সংখ্যা ৩ (জলপাইগুড়ির ২ ও দার্জিলিং জেলার ১)।