কলকাতা ব্যুরো: সেই ৪ হাজারে দোরগোড়ায় করোনা সংক্রমণ থমকে রয়েছে। প্রায় দুই সপ্তাহ প্রায় এক চিত্র বাংলায়। সুস্থতা খুব ধীরে বাড়লেও সংক্রমণ কমছে না। তার চেয়ে বড় কথা পজিটিভিটি রেট, অর্থাৎ করোনা টেস্টের নিরিখে সংক্রামিতের শতকরা হার বেড়ে যাচ্ছে।এই প্রবণতা স্বস্তিদায়ক নয় বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। পুজোর পর থেকে এই পজিটিভিটি রেট বাড়ছে। গত ২৭ অক্টোবর এই রেট ছিল ৮.১৫। এখন সেই হার বেড়ে হয়েছে ৮.২৩। তবে খুব সামান্য হলে মৃতের সংখ্যা কমতে শুরু করেছে।গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা হয়েছে ৫৫। গত দু মাসের মধ্যে এটা দৈনিক মৃত্যুতে সর্বনিম্ন পরিসংখ্যান। তবে বিভিন্ন জেলায় মৃত্যু বাড়ছে। কলকাতায় মৃত্যু হয়েছে ১২ জনের, উত্তর ২৪ পরগনায় ১৬ জন। এছাড়া জেলাওয়াড়ি মৃতের পরিসংখ্যান হল দক্ষিণ ২৪ পরগনায় ৭, হুগলিতে ৫, হাওড়ায় ৩, পূর্ব মেদিনীপুরে ২, পশ্চিম মেদিনীপুরে ২, নদিয়ায় ২, মুর্শিদাবাদে ১, বীরভূমে ১, পুরুলিয়ায় ১, বাঁকুড়ায় ১ এবং ঝাড়গ্রামে ১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩,৯৮৭ জন, এই একই সময়ে করোনামুক্ত ৪,১২৯ জন। সুস্থতার হার ৮৮.৮৮। অনেকদিন পর করোনা টেস্টের সংখ্যা আবার ৪৫ হাজারের ওপর উঠেছে।বুধবার ৪৫,২১৩ জনের টেস্ট হয়েছে। ফলে রাজ্যে এদিন পর্যন্ত টেস্ট হল ৪৭,৩৩,৫০৮ জনের। রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হল ৩,৮৯,৫৭৬ আর করোনামুক্তের সংখ্যা ৩,৪৬,২৬২। মৃত্যু মোট ৭,০৬৮। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯৪, সুস্থ ৮৯৯, উত্তর ২৪ পরগনায় যথাক্রমে ৮৭৮ ও ৯০৮, হুগলিতে ১৯২ ও ২৩৪, দক্ষিণ ২৪ পরগনায় ২৬৩ ও ৩১৪, হাওড়ায় ২৭৫ ও ১১৯, পূর্ব মেদিনীপুরে ১০১ ও ১০৯, পশ্চিম মেদিনীপুরে ৯৭ ও ১৪৬ ও নদিয়ায় ১৮৫ ও ২৫১ জন।