কলকাতা ব্যুরো: রাজ্যে আরও একজন করোনা আক্রান্তের শরীরে মিললো ওমিক্রনের উপস্থিতি ৷ এই নিয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ছ’জনের শরীরে কোভিড ভাইরাসের নবতম সংস্করণটির সন্ধান মিলল ৷ তবে ছ’জনের মধ্যে দু’জনই করোনার কবল থেকে সেরে উঠেছেন ৷ বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন ৷
ষষ্ঠ যে যুবক ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, তাঁর সংক্রমণ চিন্তা বাড়িয়েছে চিকিৎসক মহলের কারণ, এর আগে যে পাঁচজনের শরীরে ওমিক্রন ভ্য়ারিয়্য়ান্ট খুঁজে পাওয়া গিয়েছিল, তাঁরা সকলেই বিদেশ থেকে আক্রান্ত হয়ে দেশে ফিরেছিলেন বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু এই যুবক কোনও বিদেশযাত্রা করেননি ৷ তিনি কলকাতা মেডিক্যাল কলেজের একজন জুনিয়র ডাক্তার ৷ থাকতেন কলেজেরই হস্টেলে ৷ সেক্ষেত্রে, তাঁর সংস্পর্শে আসা বাকিদের নিয়েও চিন্তিত হাসপতাল কর্তৃপক্ষ ৷
সূত্রের দাবি, কয়েক দিন আগেই জ্বর হয় ওই যুবকের ৷ করোনার একাধিক উপসর্গ থাকায় তিনি কোভিড পরীক্ষা করান ৷ একইসঙ্গে, তিনি ওমিক্রনে আক্রান্ত কিনা, তা জানতে জেনোম সিকোয়েন্সিং-ও করানো হয় তাঁর ৷ দু’টি ক্ষেত্রেই রিপোর্ট আসে পজিটিভি ৷ এদিকে, অসুস্থ হওয়ার পর ওই যুবক তাঁদের কৃষ্ণনগরের বাড়িতে ফিরে গিয়েছিলেন ৷ কিন্তু, ওমিক্রনে আক্রান্ত জানার পরই তাঁকে কলকাতায় নিয়ে আসা হয় ৷ আপাতত বেলেঘাটা আইডি-তে ভর্তি রয়েছেন তিনি ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল ৷
প্রসঙ্গত, ওমিক্রন সংক্রমণের নিরিখে দেশের প্রথম পাঁচটি রাজ্যের মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গ ৷ তারপরও উৎসবের মরশুমে কোভিডবিধি মানার বালাই সেভাবে দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পরিস্থিতি চলতে থাকলে আগামী কিছুদিনের মধ্য়েই ওমিক্রন আক্রান্তের সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে যাবে ৷