কলকাতা ব্যুরো: কলকাতায় আরও এক ওমিক্রন আক্রান্তের হদিশ মিললো। শনিবার বারাসতের ওই বাসিন্দাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, শুক্রবারই বাংলাদেশ থেকে ফিরেছেন ওই ব্যক্তি। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। চিকিৎসকদের আশঙ্কা, তাঁর দেহে মিলতে পারে ওমিক্রন ভ্যারিয়েন্ট। বিষয়টি এখনও পরীক্ষা সাপেক্ষ। তবে স্বাভাবিকভাবেই এ নিয়ে আতঙ্কের পরিস্থিতি শহরে।
এদিকে পশ্চিমবঙ্গের সার্বিক করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত দু সপ্তাহে কলকাতায় সংক্রমণ অনেকটাই বেড়েছে। সেই কারণেই শনিবার কেন্দ্রের তরফ থেকে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে সতর্ক করা হয়েছে বলেই খবর। পাশাপাশি, আরও বেশ কয়েকটি রাজ্যকে সতর্ক বার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। একদিকে কোভিডের বাড়বাড়ন্তের মধ্যেই কলকাতায় আরও এক সম্ভাব্য ওমিক্রন আক্রান্তের হদিশ মেলায় চিন্তা বাড়ছে প্রশাসনের। চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালেও।
উল্লেখ্য, শুক্রবার ব্রিটেন ফেরত এক কলকাতার বাসিন্দার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে দমদম বিমানবন্দরে নামেন ১৮ বছরের ওই তরুণী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ম অনুযায়ী সঙ্গে সঙ্গে তাঁর আরটিপিসিআর টেস্ট করা হয়। আর তাতেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তড়িঘড়ি ওই যাত্রীকে আইসোলেট করা হয়।
ইতিমধ্যেই তাঁকে চিকিৎসার জন্য বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁর শরীরে ওমিক্রন থাবা বসিয়েছে কিনা, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। জিনোম পরীক্ষার জন্য পাঠানো হয়েছে নমুনা।