কলকাতা ব্যুরো: এবারের পুজো হোক করোনা মুক্ত বিশ্ব চেয়ে/ এবারের পুজো হোক করোনা বিজয়ের গান গেয়ে। ষষ্ঠীর সকালে এমনই স্লোগান তুলে পথে নামলেন এক ঝাঁক তরুণ। সাইকেলে যারা প্রচার চালান করোনার আতঙ্কের বিরুদ্ধে। প্রচার চালানো হলো করোনা বিধি মানার জন্য। সোশ্যাল ডিসটেন্স মানা ও মাস্ক ব্যাবহারের পক্ষে সওয়াল করলো ওই সাইকেল যোদ্ধারা।
বৃহস্পতিবার সকালে কামালগাছি মোড় থেকে সাইকেল যাত্রা শুরু করে কোভিড কেয়ার নেটওয়ার্ক নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। করোনাকালে জন্ম নেওয়া এই সংগঠনটি করোনা নাগরিকদের ভরসা জোগাতে তৈরি হয়েছিল। এর সঙ্গে যুক্ত রয়েছেন করোনা হারিয়ে আবার সুস্থ হয়ে আসা মানুষেরা। আর রয়েছেন কিছু চিকিৎসক, যারা এই করোনাকালে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন মহামারীর বিরুদ্ধে।
কামালগাজি থেকে শীতলা মন্দির, গড়িয়া মোড়, বাঘাযতীন হয়ে এই চেতনা যাত্রা পৌঁছোয় যাদবপুর এইট বি স্ট্যান্ডে। সাইকেল নিয়ে মানুষকে সচেতন করতে আট কিলোমিটার রাস্তা পাড়ি দেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী, পার্থ মুখার্জী, পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত সহ অনেকেই। ছিলেন একদল তরুণ তুর্কি। সোনারপুর আরোহীর যে তরুণরা এই সাইকেল নিয়ে হাজার হাজার কিলোমিটার দুর্গম পথে পাড়ি দিয়ে শেষে বিজয় নিয়ে ঘরে ফেরেন, এদিন তারাই এক অন্য জয়ের সঙ্গী হলেন। বিশ্বে মহামারীর আবহে ষষ্ঠীর সকালে মানব সেবায় মানবতার জয়ে অংশ নিয়ে।