কলকাতা ব্যুরো: স্থিতাবস্থা ভেঙে দুর্গোৎসবের পর এই প্রথম দৈনিক সংক্রমণে নিম্নমুখী প্রবণতা দেখা গেল রাজ্যে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৩,৮৯১। পুজোর পর সর্বনিম্ন পরিসংখ্যান। উল্টোদিকে, সুস্থতা আরও বাড়ল। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত ৪,৪১৫ জন।সুস্থতার হার রাজ্যে এই প্রথম ৯০ ছাড়িয়ে হল ৯০.১১। দৈনিক মৃতের সংখ্যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম হল গত ২৪ ঘণ্টায়। এইসময়ে মৃত্যু হয়েছে ৫৩ জনের। অ্যাক্টিভ পজিটিভের সংখ্যাও আরও কমে হয়েছে ৩৩,৪৪৪। সত্যিই খুব সুখবর রাজ্যের পক্ষে। কিন্তু কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সোমবার কিছুটা পরিস্থিতি একটু ভালো হলেও মঙ্গলবারের পরিসংখ্যানে অবস্থা আবার অপরিবর্তিত দেখা যাচ্ছে।কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৮৬৯, করোনামুক্ত ৮১০ ও মৃত্যু ১৫।উত্তর ২৪ পরগনায় এই তিন পরিসংখ্যান যথাক্রমে ৮৪৪, ৭৫৩ ও ১৭। বিশেষ করে মৃতের সংখ্যা এই দুই জেলায় উদ্বেগজনক। এছাড়া ৪ জনের মৃত্যু হয়েছে পূর্ব মেদিনীপুরে, ৩ জন হাওড়ায়, ৩ জন হুগলিতে, ২ জন দক্ষিণ ২৪ পরগনায়, ১ জন মুর্শিদাবাদের এবং ১ জন পশ্চিম মেদিনীপুরের। গত ২৪ ঘণ্টায় ৪৪,১১৭ জনের করোনা টেস্টের সুবাদে রাজ্যে করোনা পরীক্ষার মোট সংখ্যা ৫০ লক্ষ ছাড়াল (৫০, ০৩,২০৪)।মোট আক্রান্তের সংখ্যা এখন রাজ্যে ৪,১৩,১১২, করোনামুক্তের মোট সংখ্যা ৩,৭২,২৬৫, মৃতের মোট সংখ্যা ৭,৪০৩।