কলকাতা ব্যুরো: যেমন ঝপ করে নেমেছিল, তেমনই আবার উঠল রাজ্যের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,৬৫৪। আগেরদিন এই সংখ্যা ৩,০১২-তে নেমে গেল। এই কমা-বাড়ার কারণ যে করোনা টেস্ট বাড়া-কমার সঙ্গে সম্পর্কিত, তা এবার স্পষ্ট হল। দৈনিক টেস্ট ৩৮ হাজারে নেমে যাওয়ায় আগেরদিন সংক্রামিতের সংখ্যা হয়েছিল ৩,০১২।

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বেড়ে ৪৪,২৩৮ হওয়ার সঙ্গে সঙ্গে দৈনিক সংক্রমণ ৬০০-র ওপর বেড়ে গেল। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ অবশ্য গত কয়েকদিনের মতোই ৭০০ থেকে ৮০০-র মধ্যে আছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৭৫২, উত্তর ২৪ পরগনায় ৭১০। মৃত্যুর পরিসংখ্যান এই দুই জেলায় প্রায় অপরিবর্তিত।
কলকাতায় ১৩ জন, উত্তর ২৪ পরগনায় ১৬ জন। কলকাতায় এই সময়ে সুস্থ হয়েছেন ৯০৩ জন, উত্তর ২৪ পরগনায় ৮৬৯ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান যুক্ত হওয়ার পর করোনামুক্তের মোট সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪,৩৮৮ জন। ফলে রাজ্যে মোট করোনামুক্ত এখন ৪,০৩,৩৪০ জন, মোট আক্রান্ত ৪,৩৮,২১৭ জন। সুস্থতার হার আরও বেড়ে হল ৯২.০৪। অ্যাক্টিভ পজিটিভের পরিসংখ্যান নিম্নমুখীই আছে।
মঙ্গলবারের হিসেবে রাজ্যে এখন অ্যাক্টিভ পজিটিভ আছেন ২৭,১১১ জন। মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায় ৫২ জনের। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭,৭৬৬। কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া দক্ষিণবঙ্গে জেলাওয়াড়ি মৃত্যুর পরিসংখ্যান হল, দক্ষিণ ২৪ পরগনায় ৫, হাওড়ায় ৪, পশ্চিম মেদিনীপুরে ৩, নদিয়ায় ২, বীরভূমে ১ ও হুগলিতে ১।
এইসময়ে দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ২৩২ জন, সুস্থ হয়েছেন ২৭৪ জন, হাওড়ায় যথাক্রমে ১৮৫ ও ১৯৪, পশ্চিম মেদিনীপুরে ১১৯ ও ১৬৩ এবং নদিয়ায় ২২২ ও ১৭৪ জন।

Share.
Leave A Reply

Exit mobile version