কলকাতা ব্যুরো: বুধবার ছুঁইছুঁই ছিল, বৃহস্পতিবার রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ শুধু ৩৭০০ পার করল না, ৩৮০০-এর কাছাকাছি (৩, ৭২০) পৌঁছে গিয়েছে। নতুন রেকর্ড তো বটেই, পাশাপাশি অতি উদ্বেগজনক এই কারণে যে দৈনিক মৃত্যুও কমার কোন প্রবণতা এই করোনা গ্রাফে দেখা যাচ্ছে না।গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৬২। কিছু কিছু জেলায় সংক্রমণের তুলনায় সুস্থতা অনেক কম। বিশেষ করে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮৪, সুস্থ ৫৩৪ জন। উত্তর ২৪ পরগনায় এই দুই পরিসংখ্যান হল ৭৬৩ ও ৫৫৬ জন। মৃত্যুতেও এই দুই জেলা লাগাতার আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের, উত্তর ২৪ পরগনায় ১৪। এর মধ্যে পুজোর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। কোন কোন ক্লাব দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করার মতো প্রশংসনীয় পদক্ষেপ করছে বটে, কিন্তু সার্বিক চিত্রটা তেমন নয়। গত বছরগুলির তুলনায় ২৫ শতাংশ লোক পুজোয় রাস্তায় নামলে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করলেও কিন্তু ক্লাবে ক্লাবে মণ্ডপ দর্শন শুরু হয়ে গিয়েছে। কেনাকাটার ভিড় তো আছেই।এর মধ্যে অত্যন্ত উদ্বেগের খবর শুনিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পরিসংখ্যান দিয়ে স্বাস্থ্যমন্ত্রক দেখিয়েছে, দেশে যাঁরা এতদিন করোনায় মারা গিয়েছেন, তাঁদের ৭০ শতাংশ পুরুষ এবং তাঁদের ৫৩ শতাংশের বয়স ৬০-এর ওপরে। এই তথ্য দেখে যদি কেউ মনে করেন, বয়স্কদের ঘরে রেখে দিলেই ল্যাঠা চুকে গেল, তাহলে মূর্খের স্বর্গে বাস হবে। ওই পরিসংখ্যান দেখাচ্ছে, করোনায় আমাদের দেশের মৃতদের ৩৫ শতাংশের বয়স ৪৫ থেকে ৬০-এর মধ্যে। ফলে মাঝবয়সিদেরও কিন্তু নিশ্চিন্ত থাকার উপায় নেই।ওই পরিসংখ্যানে জানানো হয়েছে, এপর্যন্ত দেশে যে এক লক্ষের বেশি মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৯৭ হাজারের বয়স ৪৫-এর ওপর। তার মানে তরুণ প্রজন্ম নিরাপদ, এমন ভাবাও যাবে না। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী মৃতদের ১০ শতাংশের বয়স ২৬ থেকে ৪৪-এর মধ্যে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩,১৭৯ জন। ফলে রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত করোনামুক্ত হলেন ২,৭১,৫৬৩ জন। আক্রান্তের মোট সংখ্যা এখনও পর্যন্ত ৩,০৯,৪১৭। সংক্রমণ চড়চড় করে বাড়লেও করোনা টেস্ট বাড়ানোর কোন উদ্যোগ কিন্তু দেখা যাচ্ছে না। বরং আগের চেয়ে কমানো হয়েছে।গত ২৪ ঘণ্টায় টেস্টের সংখ্যা ৪২,৬৫৩। এখনও পর্যন্ত মোট টেস্ট ৩৮,৬১,০৯৫। কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যুর জেলাওয়াড়ি পরিসংখ্যান হল হাওড়ায় ৬, দক্ষিণ ২৪ পরগনায় ৪, হুগলিতে ৪, পশ্চিম বর্ধমানে ৩, পূর্ব মেদিনীপুরে ৩, পশ্চিম মেদিনীপুরে ৩, মুর্শিদাবাদে ২, নদিয়ায় ১ এবং বীরভূমে ১। এপর্যন্ত রাজ্যে করোনার মোট বলি ৫,৮৭০ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতা লাগোয়া জেলাগুলির মধ্যে হাওড়ায় আক্রান্ত হয়েছেন ২৭১ জন, করোনামুক্ত ৩৪৮ জন।দক্ষিণ ২৪ পরগনায় এই দুই পরিসংখ্যান যথাক্রমে ২১৬ ও ১৯৩, হুগলিতে ১৪৪ ও ১৬১, পশ্চিম বর্ধমানে ৮৯ ও ৭১, পূর্ব মেদিনীপুরে ১১৭ ও ১৫৩, পশ্চিম মেদিনীপুরে ১৬৯ ও ১৩৩ এবং মুর্শিদাবাদে ৯০ ও ৯৬।