এক নজরে

Covid Restriction: চোখ রাঙাচ্ছে ওমিক্রন, রাজ্যে বাড়লো বিধিনিষেধের মেয়াদ

By admin

December 01, 2021

কলকাতা ব্যুরো: দেশজুড়ে কার্যত ভয়াবহ আকার নিয়েছে ওমিক্রন প্রজাতির করোনাভাইরাস। বিদেশ থেকে আসা একাধিক যাত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ আসায় বাড়ছে উদ্বেগ। ইতিমধ্যেই ওমিক্রন নিয়ে আগাম সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছিলো কেন্দ্রের তরফে। এবার সেই রেশ ধরেই বাংলাতেও বাড়ানো হলো কোভিড বিধিনিষেধের মেয়াদ। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে কোভিডের সমস্ত বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করা হল। নবান্নের তরফে এই মর্মে মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত জারি থাকবে নৈশ কার্ফু।

ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা ফেরত একাধিক ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের শরীরে নয়া প্রজাতির ওমিক্রন বাসা বেঁধেছে কিনা, তা নিয়ে সংশয় ছিল সকলের মধ্যেই। সেই প্রশ্নেরই জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। মঙ্গলবার সংসদের শীতকালীন অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে তিনি জানান, ভারতে কোনও ওমিক্রন ভ্যারিয়েন্ট-এর সন্ধান মেলেনি। কারও শরীরেই থাবা বসায়নি এই নয়া প্রজাতির মারণ ভাইরাস।

এদিকে ওমিক্রন সংক্রান্ত খবর সামনে আসতে কেন্দ্র ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ১২টি দেশের তালিকা তৈরি করেছে। তার মধ্যে রয়েছে ইউনাইটেড কিংডম, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, বতসোয়ানা, চিন, মরিশাস, নিউ জিল্যান্ড, জিম্বাবোয়ে, হংকং, সিঙ্গাপুর, ইজরায়েল। এর মধ্যে বাংলাদেশ ও সিঙ্গাপুর নিয়েই প্রমাদ গুনছে বাংলা। স্বাস্থ্য ভবনও এ নিয়ে খুবই উদ্বিগ্ন বলেই জানা গিয়েছে। এই উদ্বেগের কারণ অবশ্য একেবারেই অমূলক নয়।

মঙ্গলবারের বৈঠকে স্বাস্থ্য দফতরের তরফে কেন্দ্রকে জানানোও হয়েছে সে বিষয়ে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের একাধিক সীমান্ত এলাকা রয়েছে। সড়কপথ কিংবা আকাশপথেও নিয়মিত যোগাযোগ রয়েছে দুই বাংলার। ফলে বাংলাদেশ থেকে আসা মানুষের সংখ্যা যেহেতু পশ্চিমবঙ্গে অনেক বেশি, তা চিন্তার কারণ। অন্যদিকে সিঙ্গাপুর থেকে সরাসরি বিমান চলাচল করে কলকাতা বিমানবন্দরে।

স্বাস্থ্য ভবনের বক্তব্য, ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। অত্যন্ত সহজেই এই ভ্যারিয়েন্ট সংক্রমিত করতে পারে মানুষকে। ডেল্টার থেকে বহু গুন শক্তিশালী সে। এদিকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এপার বাংলার যে জেলাগুলি রয়েছে তা অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ। শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা।