কলকাতা ব্যুরো: রাজ্যে এখন সবচেয়ে উদ্বিগ্ন চিকিৎসককুল। পুজোর মধ্যে ৪ জন চিকিৎসকের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এপর্যন্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে সংক্রমণে। চিকিৎসকরা এখন ভীত, সন্ত্রস্ত। নিজেরাই বলছেন, ভাইরাসটার বিরুদ্ধে লড়তে লড়তে তাঁরা এখন ক্লান্ত।
এই অবস্থায় হাসপাতালগুলোতে চিকিৎসকের টান পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। যদিও একসপ্তাহের কিছু বেশি সময় পর গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক সংক্রমণ ৪ হাজারের সামান্য নিচে নেমেছে (৩, ৯৫৭)। এটা যদি কিছুটা ইতিবাচক খবর হয়, তাহলে আরও কিছুটা স্বস্তি দিচ্ছে সুস্থতার পরিসংখ্যান।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও করোনামুক্তি প্রায় সমান সমান। আক্রান্ত হয়েছেন ৩,৯৫৭ জন, সংক্রমণ মুক্ত হয়েছেন ৩,৯১৭ জন। সুস্থতার হার ৮৭.৭৬। আগের দিনের চেয়ে বেশি। যদিও দৈনিক সংক্রমণে বাংলা এখন দেশের অন্যান্য রাজ্যগুলির মধ্যে দ্বিতীয়। প্রথম স্থানে আছে কেরালা। দৈনিক মৃত্যুতেও দেশে দ্বিতীয় এখন পশ্চিমবঙ্গ। প্রথম স্থানে মহারাষ্ট্র।
যদিও গত কয়েকদিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় বাংলায় মৃত্যু কমেছে। এইসময়ে মৃত্যু হয়েছে ৫৮ জনের। অন্যদিকে, রাজ্যের বিশেষ করে সবচেয়ে আক্রান্ত দুই জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় একদিনে করোনামুক্তের সংখ্যা সংক্রামিতের চেয়ে বেশি।
কলকাতায় আক্রান্ত ৮৮৪ ও সংক্রমণ মুক্ত ৯৮৭ এবং উত্তর ২৪ পরগনায় সংক্রামিত ৮৭৫ ও করোনামুক্ত ৯৮৪। এই দুই জেলায় একদিনে মৃত্যু যথাক্রমে ১৪ ও ১১। রাজ্যে মোট আক্রান্ত এখন ৩,৫৭,৭৭৯ জন। করোনামুক্ত মোট ৩,১৪,০০৩ জন। মৃতের মোট সংখ্যা ৬,৬০৪। অ্যাক্টিভ পজিটিভ এখন ৩৭,১৭২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা টেস্ট হয়েছে ৪২,১০৮ জনের। মোট টেস্টের সংখ্যা দাঁড়াল ৪৩,৮২,৬৭৮।
কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া মৃতের পরিসংখ্যান হল দক্ষিণ ২৪ পরগনায় ৬, হাওড়ায় ৫, পূর্ব মেদিনীপুরে ৫, হুগলিতে ৩, পশ্চিম মেদিনীপুরে ২, বাঁকুড়ায় ২ ও পুরুলিয়ায় ২ জন। এছাড়া ১ জন করে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া ও ঝাড়গ্রামে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় সংক্রামিত হয়েছেন ২৪৯ জন, করোনামুক্ত হয়েছেন ২৬ জন।
হাওড়ায় এই দুই পরিসংখ্যান ১৫১ ও ১৪৫, পূর্ব মেদিনীপুরে ১৬০ ও ১১৩, হুগলিতে ১৭৪ ও ১৮০, পশ্চিম মেদিনীপুরে ১৮২ ও ২১২, বাঁকুড়ায় ৯২ ও ১০ এবং পুরুলিয়ায় ৩৪ ও ১০ জন।
৬৪ চিকিৎসক মৃত করোনায়, দিনে সামান্য কম সংক্রমণ, দেশে আবার খারাপের দিকে বাংলা
Related Posts
Add A Comment