কলকাতা ব্যুরো: সোমবার থেকে রাজ্যে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু হলো। কলকাতার ৩৪টি পুর স্বাস্থ্য কেন্দ্রে কবরেভ্যাক্স দেওয়া হচ্ছে। প্রতিটি বোরোতে দুটি করে স্বাস্থ্য কেন্দ্র বাছা হয়েছে। এছাড়া কয়েকটি সরকারি স্কুলেও ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ চলছে। পরবর্তী পর্যায়ে কোনও স্কুল আগ্রহ প্রকাশ করলে, সেখানেও টিকাকরণ হতে পারে বলে জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
গত বুধবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন। এরাজ্যে তা শুরু হতে সময় লাগবে বলে জানিয়েছিলেন স্বাস্থ্য অধিকর্তা। সেইমতো আজ থেকে শুরু হয় ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ। চলতি বছরের ৩ জানুয়ারি ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনা ভ্যাকসিনেশন চালু হয়েছিল। অপেক্ষা ছিল ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশনের।


সোমবার ট্যুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লেখেন, শিশুরা নিরাপদ থাকলে দেশ নিরাপদ। ১৬ মার্চ থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ভ্যাকসিনেশন শুরু হচ্ছে। এছাড়াও, ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া হবে। আমি শিশুদের পরিবার ও ষাটোর্ধ্বদের ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ করছি।


এদিকে করোনা সংক্রমণ কিছুটা কমায় ইতিমধ্যেই খুলেছে স্কুলও। এই পরিস্থিতিতে ১২ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চিকিৎসক মহল। এতদিন যাঁদের বয়স ৬০ বছরের বেশি এবং কোমর্বিডিটি আছে তাঁদের করোনার বুস্টার ডোজ দেওয়া হচ্ছিল। এবার থেকে ৬০ বছরের বেশি বয়সী সবাই বুস্টার ডোজ পাচ্ছেন।
এদিকে ফের বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। এই প্রেক্ষাপটে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করেছে কেন্দ্র। পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিত্সা, টিকাকরণ ও বিধি মানার উপর জোর দিতে বলা হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১ হাজার ৫৪৯ জন আক্রান্ত হয়েছেন। রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৬১। দেশে গত ২৪ করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। রবিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৭।