এক নজরে

কোভ্যাকসিনের এনিম্যাল ট্রায়াল সফল

By admin

September 13, 2020

কলকাতা ব্যুরো: এনিম্যাল ট্রায়াল সফল হলো কোভ্যাকসিনের। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরো একধাপ এগলো ভারত। দেশের ১২ টি হাসপাতালে নিয়ন্ত্রিত ট্রায়াল চলছিল ওই ভ্যাক্সিনটির। রেসাস প্রজাতির বাঁদরের শরীরে ওই ভ্যাক্সিন প্রয়োগের ফলে তার এন্টিবডি তৈরি হচ্ছে বলে দাবি করেছে ওই ভ্যাক্সিনটির নির্মাতা সংস্থা ভারত বায়োটেক।