কলকাতা ব্যুরো: মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করায় এবার শিবসেনার বিষনজর আরও তীব্র হলো। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে শিবসেনার আইটি সেল বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।
বেশ কয়েকদিন মানালিতে নিজের বাড়িতে থাকা অভিনেত্রীর আজ মুম্বাই ফেরার কথা। কিন্তু গতকাল তার মুম্বাইকে কাশ্মীরের তুলনা করে টুইটে ইতিমধ্যেই শিবসেনা তাকে পাল্টা দিয়েছিল। শিব সেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেছিলেন, যদি তার মুম্বাইতে নিরাপত্তার অভাব বোধ হয় তাহলে তিনি যেন আর এখানে না আসেন। যদিও সেই কথায় পাল্টা টুইট করে রানাওয়াত জানান, মঙ্গলবার তিনি মুম্বাইতে ফিরবেনই। কেউ তাকে আটকাতে পারলে আটকানোর চেষ্টা করুক।
সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুর পর সুবিচারের দাবিতে সোচ্চার হওয়া কঙ্গনা রানাওয়াত একের পর এক টুইট করে সুশান্তের পরিবারের পক্ষে জনমত গঠনে একটা বড় ভূমিকা নিয়েছিলেন। আর একই সঙ্গে তাঁর শিবসেনা বিরোধী মন্তব্যে এখন তিনি বিজেপির শিবিরে কিনা তা নিয়ে জলঘোলা শুরু হয়েছে।
কেননা তার নিরাপত্তার অভাবের আশঙ্কা করে সোমবারই কঙ্গনাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে বিজেপিকে লাগাতার আক্রমণ করা শিবসেনার যে ব্যাপারটা ভালোভাবে নেয়নি তাও স্পষ্ট।
আবার এদিনই কঙ্গনার পশ্চিম খারে এলাকার অফিস বেআইনি বলে তা ভেঙে দিতে পারে মুম্বাই পুরসভা। শিবসেনার হাতে থাকা মুম্বাই পুরসভা থেকে তার সমস্ত রকম অনুমতি নিয়ে তৈরি অফিস ভাঙতে পারে বলে সোমবারই টুইট করে আশঙ্কা প্রকাশ করেছেন বিতর্কিত অভিনেত্রী।
Previous Article১০ সেপ্টেম্বর ভারত-চিন বিদেশমন্ত্রী পর্যায়ে বৈঠক
Next Article ৫ শহরে চালু মেট্রো
Related Posts
Add A Comment