কলকাতা ব্যুরো: বিরোধী রাজনৈতিক দল নয়, তার সরকারের মেরুদন্ড, আমলাদের দুর্নীতিমুক্ত থাকতে সতর্ক করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক বাংলাদেশের আমলাদের সঙ্গে ভিডিও বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি স্পষ্ট করে দেন, তার সরকার অফিসারদের পর্যাপ্ত বেতন ও সুযোগ সুবিধা দিচ্ছে। ফলে এরপরে দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না।তিনি বলেন, বাংলাদেশে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। যেহেতু আমরা অনেক সুযোগ-সুবিধা দিচ্ছি, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, সেজন্য কোনো ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করব না। সেটিকে মাথায় রেখে কাজ করতে হবে।’ সম্প্রতি সরকারি কর্মকর্তাদের ব্যাপকহারে বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ বৃদ্ধির কথা তুলে ধরে এই ভাষাতেই হুঁশিয়ারি দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, দুর্নীতি একটি দুরারোগ্য ব্যাধির মতো। এই ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে। সেই ক্ষেত্রে আপনাদেরই একটা কঠোর ব্যবস্থা নিতে হবে। যেখানে দুর্নীতি দেখবেন, সেখানেই ব্যবস্থা নিতে হবে। যারা ভালো কাজ করবেন অবশ্যই তারা পুরস্কৃত হবেন। কিন্তু যারা দুর্নীতিতে জড়িয়ে পড়বেন, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা চাই একটা দক্ষ কল্যাণমুখী উন্নত প্রশাসন গড়ে উঠুক, যা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারবে। সেটাই সবচেয়ে বেশি কার্যকর। হাসিনা আরও বলেন, আমরা যে কাজগুলো করতে চাই দ্রুত সেই কাজগুলো যেন দ্রুত বাস্তবায়িত হয়। উন্নয়ন প্রকল্পগুলো যেন যথাযথভাবে কার্যকর ও বাস্তবায়িত হয়। এই বিষয়গুলো সবার একটু দেখা দরকার। সেটা আপনারা বিশেষভাবে দেখবেন, এটাই আশা করি।
এরপরই তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী সবার বেতন বৃদ্ধি করে দিয়েছি। আবাসনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, যেন তারা ভালোভাবে বসবাস করে কাজ করতে পারেন। সুন্দরভাবে থাকতে পারলে কাজের সুবিধাটা ভালো হয়। হাসিনা জানান, আমরা উৎসব ভাতা দিচ্ছি। পয়লা বৈশাখ আমাদের বাংলা নববর্ষ, নববর্ষ ভাতা দিয়ে যাচ্ছি। গৃহনির্মাণের জন্য যাতে সহজে ঋণ পাওয়া যায়, সেই ব্যবস্থা করে দিচ্ছি। গাড়ি কেনার ব্যবস্থা করে দিয়েছি। গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা ভাতার ব্যবস্থা করে দিয়েছি। এই সুযোগগুলো আমরাই দিয়েছি।