কলকাতা ব্যুরো: স্থিতাবস্থা বহাল, কিন্তু রাজ্যে দৈনিক সংক্রমণ কিন্তু সামান্য হলেও ঊর্ধ্বমুখী। সুস্থতা এবং মৃত্যুর সংখ্যায় তেমন কোন হেরফের নেই গত ২৪ ঘণ্টায়। কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেও করোনা পরিস্থিতি স্থিতিশীল। উদ্বেগের খুব কারণ যেমন নেই। তেমনই স্বস্তিও পাওয়া যাচ্ছে না। এর মধ্যে মোট সংক্রমণে রাজ্য ২ লক্ষ পার হয়ে গেল যে রবিবার। সংখ্যাটা এখন ২,০২,৭০৮। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩,২১৫ জন। করোনা টেস্টও অনেক হয়েছে রবিবার ছুটির দিনে। ৪৭,৩১৮ জনের পরীক্ষা হয়েছে। ফলে রাজ্যে রবিবার পর্যন্ত ২৪,৭০,০৫৮ জনের পরীক্ষা হয়ে গেল।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৩,০৫৪ জন। রাজ্যে মোট করোনা মুক্তের সংখ্যা এতে হয়ে গেল ১,৭৫,১৩৯। সুস্থতার হার এখন ৮৬.৪০। মৃত্যুর পরিসংখ্যান গত কয়েক দিনের মতোই।
২৪ ঘণ্টায় করোনার বলি ৫৮। কলকাতায় মৃত্যু হয়েছে ১২ জনের, উত্তর ২৪ পরগনায় ১৩ জনের। এছাড়া হাওড়ায় ৭, হুগলিতে ৪, দক্ষিণ ২৪ পরগনায় ৩, পূর্ব মেদিনীপুরে ৩, বাঁকুড়ায় ৩, পশ্চিম মেদিনীপুরে ২, পূর্ব বর্ধমানে ২, পুরুলিয়ায় ১, বীরভূমে ১ এবং নদিয়ায় ১ জনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে মৃতের মোট সংখ্যা ৩৯৪৫। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৪১ জন, সুস্থ ৫২০। উত্তর ২৪ পরগনায় যথাক্রমে ৫২৭ ও ৬৫৬ জন।