কলকাতা ব্যুরো: আগের দিনের মতো ব্যাপক পতন না হলেও রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের নিম্নমুখী প্রবণতা গত ২৪ ঘণ্টাতেও বহাল রয়েছে। এইসময়ে আক্রান্তের সংখ্যা ৩,০১২। আগেরদিন এই সংখ্যা ছিল ৩,০৫৩। করোনা টেস্ট অবশ্য আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৩৮,১২৭ জনের। আগেরদিন হয়েছিল ৩৮,৬৫৮ জনের।
টেস্ট কম বলে আক্রান্তের হদিশ কম পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় এই নিয়ে পরপর দুদিন দৈনিক সংক্রমণ ৮০০-র কম থাকলেও মৃত্যুর গড়ে তেমন বদল নেই। গত ২৪ ঘণ্টায় এই দুই জেলার উভয়টিতেই মৃত্যু হয়েছে ১৪ জনের। কলকাতায় আক্রান্ত ৭২৮ ও করোনামুক্ত ৮৭৪। উত্তর ২৪ পরগনায় যথাক্রমে ৭১৮ ও ৮৫৪। রাজ্যে দৈনিক মৃত্যু ৫০-এর ওপরে রয়েছে (৫৩)। ফলে রাজ্যে মৃতের মোট সংখ্যা বেড়ে হল ৭৭১৪, মোট সংক্রামিত ৪,৩৪,৫৬৩, মোট সংক্রমণ মুক্ত ৩,৯৮,৯৫২।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪,৩৭৬ জন। সুস্থতার হার সোমবারের পরিসংখ্যানে ৯১.৮। কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া হাওড়ায় ৮, দক্ষিণ ২৪ পরগনায় ৪, নদিয়ায় ৪, পশ্চিম বর্ধমানে ২, পূর্ব মেদিনীপুরে ২, পুরুলিয়ায় ১ ও হুগলিতে ১ জনের মৃত্যু হয়েছে। হাওড়ায় এইসময়ে আক্রান্ত হয়েছেন ১১৯ জন, সুস্থ হয়েছেন ২৩৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৮৫ ও ২৭৯, নদিয়ায় ১৯৭ ও ২৫১, পশ্চিম বর্ধমানে ৬১ ও ৯৪ এবং পূর্ব মেদিনীপুরে ৬২ ও ১৪৫ জন।