এক নজরে

চিঠির মাধ্যমে করোনা ছড়ানোর চেষ্টা চলছে সতর্কবার্তা ইন্টারপোলের

By admin

November 21, 2020

কলকাতা ব্যুরো : করোনার জীবাণু সম্বলিত চিঠি পাঠিয়ে রাজনৈতিক নেতাদের সংক্রমিত করার আশঙ্কা প্রকাশ করেছে ইন্টারপোল। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে ইতিমধ্যেই সতর্ক বার্তা পাঠিয়েছে তারা। তবে এই ধরনের চক্রান্তের সঙ্গে কারা জড়িত আছে সে ব্যাপারে ইন্টারপোল এখনো কিছু জানায়নি।

এ এনআইএর রিপোর্ট বলছে যে সতর্কবার্তা ইন্টারপোল পাঠিয়েছে তাতে বলা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক নেতারা নন সাধারণ মানুষ ও এর মধ্যে আছেন। পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং যারা প্রথম সারিতে আছেন তাদের কেও সংক্রমিত করার চেষ্টা চলছে। রাস্তায় থুতু ফেলে অথবা চিঠির মাধ্যমে সংক্রমণ ঘটানোর চেষ্টা চলবে বলে ইন্টারপোলের সতর্কবার্তা জানানো হয়েছে। তবে তুলনামূলকভাবে চিঠি পাঠিয়ে পাঠিয়ে রাজনৈতিক নেতাদের নিশানা করার আশঙ্কাই বেশি। এমনকি নিষেধাজ্ঞা অমান্য করে করোনা সংক্রামিত ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়ে সেই জায়গার মানুষদের আক্রান্ত করতে পারে বলে আশঙ্কা করছে ইন্টারপোল।