মৈনাক শর্মা
করোনা ভাইরাস কী? কোথা থেকে উৎপত্তি হয়েছে এই ভাইরাসের। এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে বিশ্ব সাস্থ্য কেন্দ্রে হু ও বিভিন্ন দেশে র গবেষণার রিপোর্টে। তবে এই ভাইরাস নাকি তৈরি করা হয়েছে চীনের ল্যাবে , এই দাবী ডাবলু এইচ ও না মানলেও মানছে অস্টালিয়ার সংবামাধ্যম গুলী। চীনের এক আর্মি জেনারেলের লেখা বই কে কেন্দ্র করে এই চাঞ্চল্য কর দাবিকে জোরালো ভাবে প্রচার করে অস্টালিয়া মিডিয়া। চিনা আর্মি জেনারেলের ওই ওই বইতে বলা হয় পাঁচ বছর আগেই অর্থাৎ ২০১৫ সাল থেকেই চিনা সেনার বৈজ্ঞানিকদের গবেষণায় ছিল সার্স করোনা ভাইরাস। যা তৃতীয় বিশ্ব যুদ্ধের সময় ব্যবহার করা হবে হাতিয়ার হিসেবে।
চাঞ্চল্য কর দাবি করে পুরো তথ্য সহ্ The unnatural origin of SARS and New species of Man Made viruses as Genetic Bio weapons শিরোনামে খবরটি প্রকাশ করে অষ্ট্রেলিয়া News.com.au মিডিয়া পোর্টালে। তাছাড়া তৃতীয় বিশ্ব যুদ্ধের সময় বা আগামী দিনেও ব্যবহার হতে এমনই বায়োলজিক্যাল অস্ত্র দাবিও করে ওই মিডিয়া সংস্থা।
তবে চিনা আর্মি জেনারেলের ওই লেখা বইয়ের কথা স্বীকার করে চিন। গ্লোবাল টাইমসের মতে বেজিংয়ের সাথে বাড়তে থাকা দূরত্বের ফলেই বিশ্ব মঞ্চে চীনের ভাবমূর্তি খারাপ করার উদ্দেশ্যে এই দাবী অস্ট্রেলিয়ার। ওই বইটি বিক্রি করা হয় অনলাইন শপিং সংস্থা আমাজনে দাবী চীনের। বইতে কেবলই ভবিষ্যতের যুদ্ধের কথা বলতে গিয়ে বায়োলজিক্যাল অস্ত্র র কথা উল্লেখ করেন চিনা আর্মি জেনারেল ডক্টর এক্সু দেজ্যং, যা তিলকে তাল করে চীনের বিরুদ্ধে প্রচার করে ওই মিডিয়া সংস্থা। তবে এই দাবি র পরই আমাজনে র বিক্রির তালিকা থেকে বাদ পড়ে সেই বই।
করোনা ভাইরাস কী? এরকারণ প্রাকৃতিক না মানবসৃষ্টি । তা সুস্পষ্ট নয় কারোর কাছে। বর্তমানে চলছে এর symptomatic treatment।তবে এর ভয়াবহতা কি তা জানা সকলেরই। যা ফলে আগামীতে এইরূপ বায়োলজিক্যাল অস্ত্র সত্যিই প্রয়োগ হলে তার জন্যে কতটা প্রস্তুত দেশ , থাকছে প্রশ্ন।