এক নজরে

জুলাইয়ের মধ্যে ২৫ কোটি ভারতীয়কে করোনার টিকা

By admin

October 14, 2020

কলকাতা ব্যুরো: জুলাইয়ের মধ্যে ২৫ কোটি ভারতীয়কে করোনার টিকা দেওয়া সম্ভব হবে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন। তিনি বলেন, তবে ভারতের মতো বড় দেশের একটি সংস্থাকে দিয়ে তা করালে চলবে না।

প্রসঙ্গত ভারতে সিরাম ইনস্টিটিউট সহ হাফ ডজন সংস্থাকে করোনা ভ্যাকসিন তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তিনটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে চূড়ান্ত পর্যায়ে। এদিকে পুজোর পর আগামী শীতে এদেশে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, করোনা ভাইরাস ভিড় পছন্দ করে। সেই সুযোগই তারা নেয়। তাই উৎসবের দিনগুলিতে খুব সতর্ক থাকতে হবে। বিশেষ করে বাজারে করোনার টিকা না আসা পর্যন্ত অত্যন্ত সাবধানে চলার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

এদিকে বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন তৈরি খানিকটা ধাক্কা খেয়েছে জনসন এন্ড জনসন আপাতত তাদের ট্রায়াল বন্ধ রাখায়। দুই সপ্তাহ আগে থেকে ৬০ হাজার স্বেচ্ছাসেবকের মধ্যে তাদের ওই ভ্যাকসিন প্রয়োগে ট্রায়াল শুরু হয়। কিন্তু একজন স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় বন্ধ রাখা হয়েছে সেই ট্রায়াল। এর আগে অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল ও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিলো একই কারণে।