কলকাতা ব্যুরো: আগামী বছর জুলাইয়ের মধ্যেই করোনা টিকা পাবেন ভারতীয়রা। ২০২১-এর প্রথম দিকে ভারতে করোনা ভাইরাস টিকা পাওয়া যাবে বলে আগেই আশা প্রকাশ করেছিল কেন্দ্র। এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানালেন, জুলাইয়ের মধ্যে ২২ থেকে ২৫ কোটি ভারতীয়দের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদিও দেশে যা পরিকাঠামো আছে, তাতে আট কোটির বেশি লোককে টিকা দেওয়া সম্ভব নয় বলে দাবি প্রাক্তন কেন্দ্রীয় আমলার।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ২০২১-এর জুলাইয়ের মধ্যে ৪০০-৫০০ মিলিয়ন ডোজ পাওয়া ও তার ব্যবহারই তাঁদের লক্ষ্য। এই ডোজের সাহায্যে প্রাথমিক ভাবে প্রায় ২২-২৫ কোটি মানুষের মধ্যে অনাক্রম্যতা গড়ে তোলা যাবে। তিনি জানিয়েছেন, বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও যুদ্ধকালীন তৎপরতায় করোনা টিকা সংক্রান্ত যাবতীয় কাজ করা হচ্ছে। এ ক্ষেত্রে কেন্দ্র একটি তালিকাও তৈরি করছে। টিকা প্রদানের ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দেওয়া হবে, সে বিষয়ে রাজ্যগুলিকে অক্টোবরের মধ্যে তালিকা দিতে বলা হয়েছে। এমনকি কোল্ড চেনের বিষয়েও রাজ্যই তথ্য দেবে। উল্লেখ্য, করোনা নিয়ন্ত্রণের জন্য বিশ্ব ব্যাঙ্ক-সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে কেন্দ্র, এমনও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
কেন্দ্রীয় সরকারের প্রাক্তন এক পদস্থ আমলা জেভিআর প্রসাদ রাও কিন্তু জানিয়েছেন, দেশে টিকাকরণের যে পরিকাঠামো আছে, তাতে দেশে বছরে বড়জোর ৮ কোটি লোককে টিকা দেওয়া যেতে পারে। তবে ৮ হোক আর ২৫ কোটি হোক, ১৩০ কোটির দেশে অধিকাংশ মানুষের ভ্যাকসিন পাওয়ার আশু সম্ভাবনা যে নেই, তাতে কোন সন্দেহ নেই।