কলকাতা ব্যুরো: নতুন করে করোনা আবার ধাক্কা দেওয়ায় এবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়তে হলো দিল্লি সরকারকে। একইসঙ্গে সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র, গুজরাট ও অসমে কি ব্যবস্থা নিয়েছে সরকার, সে ব্যাপারে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল। সোমবার বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ জানিয়ে দিয়েছে, দিল্লির পড়ে সবচেয়ে খারাপ অবস্থা গুজরাট ও মহারাষ্ট্রের। তাই বর্তমান পরিস্থিতিতে এই রাজ্যগুলি করোনা নিয়ন্ত্রণে কি কি ব্যবস্থা নিয়েছে, তা দ্রুত সুপ্রিম কোর্টের কাছে জানাতে নির্দেশ দিয়েছে আদালত।
গুজরাট সরকার ইতিমধ্যেই বিয়ে এবং অন্যান্য জমায়েত অনুমতি দিয়েছিল। আদালত এই বিষয়টিও পর্যবেক্ষণে এনে জানিয়েছে, গুজরাটের অবস্থা খুব খারাপ। তাই দ্রুত কী ব্যবস্থা নিচ্ছে, তা তাদের জানাতে হবে। আগামী শুক্রবার ফের মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট। দিল্লি ইতিমধ্যেই করোনা সংক্রমণ ঠেকাতে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে। মহারাষ্ট্র সরকার আরো বেশি বিচলিত নতুন করে করোনা দেখা দেওয়ায়।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রবিবার রাতেই নাগরিকদের অনুরোধ করেছেন, কোনমতেই যাতে করোনা বিধি ভঙ্গ না হয়, তা নিশ্চিত করতে। এমনকি সেখানে প্রয়োজনে ফের লক ডাউনের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গুজরাট সরকার সেখানকার বেশকিছু শহরে নাইট কারফিউ জারি করেছে। স্কুল-কলেজে আগের ঘোষণা অনুযায়ী ২৩ নভেম্বর খুলছে না মহারাষ্ট্র ও গুজরাট সরকার। এত কিছুর পরেও সবচেয়ে বেশি এখনো নজরে রয়েছে দেশের রাজধানী দিল্লি। তাই দিল্লিতে দ্রুত করোনা নিয়ন্ত্রণে এবার বাড়তি নজর সুপ্রিম কোর্টেরও।