কলকাতা ব্যুরো: বুধবার আশ্চর্যজনক ভাবে উত্তরবঙ্গের করোনা পরিসংখ্যান কিছুটা কম দেখা গিয়েছিল বটে, কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতে আবার স্বমূর্তি ধারণ করেছেন সংক্রমণ। মৃত্যুও আবার বেড়েছে। একদিনে উত্তরবঙ্গে করোনার বলি ৮।এঁদের মধ্যে দার্জিলিং জেলারই ৩ জন, জলপাইগুড়ির ২, কোচবিহারে ১, কালিম্পংয়ের ১ জন। দৈনিক আক্রান্তের সংখ্যায় একবারে শীর্ষে দার্জিলিং জেলা। একদিনে আক্রান্ত ১৬৫ জন। এছাড়া কোচবিহারে ১১৯, মালদহে ১১৫, জলপাইগুড়িতে ৯০, দক্ষিণ দিনাজপুরে ৪৭, আলিপুরদুয়ারে ৪২ ও উত্তর দিনাজপুরে ৩১ জন। ষষ্ঠীতেই এই চেহারা উদ্বেগজনক।পুজোমণ্ডপে ততটা ভিড় না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে রাস্তাঘাটে ভালোই লোকজনের চলাচল আছে।