কলকাতা ব্যুরো: তৃতীয় দিনেও করোনা আক্রান্তের চেয়ে সংক্রমণ মুক্তের সংখ্যা বেশি থাকল দেশে। দৈনিক সংক্রমণ আগের দিনের চেয়ে বাড়েনি, কমেওনি।
সোমবারের পরিসংখ্যানে আক্রান্তের সংখ্যা ছিল ৮৬,৯৬০। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যাটা ৮৬,৯৬১। সংক্রমণের চেয়ে সংখ্যায় বেশি থাকলেও দৈনিক সুস্থতা কমেছে আগের দিনের চেয়ে। সোমবার করোনা মুক্তের সংখ্যা ছিল ৯৪,৬১২। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা হল ৯৩,৩৫৬। সুস্থতার হার ৮০,১১। দেশে সংক্রমণ মুক্তের মোট সংখ্যা মঙ্গলবার পর্যন্ত ৪৩,৯৬,৩৯৯।

মোট আক্রান্তের সংখ্যা ৫৪,৮৭,৫৮১। মৃত্যুহারেও তেমন বদল নেই। মঙ্গলবারের পরিসংখ্যানে ওই হার ১.৬০। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১,১৩০ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৮৭,৫৮১। স্বস্তির কারণ নেই এই কারণে যে এদিন বিশ্বে সুস্থতার সংখ্যা কমে গিয়েছে। অন্যদিকে, বেড়েছে সংক্রমণ।

সোমবার থেকে ১০টি রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলে গিয়েছে। এতে সংক্রমণ বাড়ার ঝুঁকি তো আছেই। তবে সত্যিই এর ফলে সংক্রমণ বাড়ছে কিনা, তা বুঝতে অন্তত ৭ দিন সময় লাগবে। তবে ১০টি রাজ্যেই স্কুলগুলোতে পড়ুয়াদের উপস্থিতি সোমবার তেমন ছিল না। অভিভাবকরা এখনও সন্তানদের স্কুলে পাঠাতে সাহস পাচ্ছেন না।

Share.
Leave A Reply

Exit mobile version